হায়দরাবাদে ওষুধ কারখানায় বিধ্বংসী আগুন, আহত কমপক্ষে ৮

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 12, 2020 | 4:04 PM

পুলিস জানায়, কোনও একটি রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য একটি রাসায়নিক দ্রাবক (solvent) রাখা ছিল। সেখান থেকেই আগুন ধরে যায়।

হায়দরাবাদে ওষুধ কারখানায় বিধ্বংসী আগুন, আহত কমপক্ষে ৮
কারখানা থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ছবি: ANI

Follow Us

হায়দরাবাদ: বিধ্বংসী আগুন হায়দরাবাদ (Hyderabad)-র রাসায়নিক কারখানা (Chemical Factory)-তে। ঘটনায় এখনও অবধি কমপক্ষে আটজনের আহত হয়েছেন।

তেলাঙ্গানার হায়দরাবাদের বোল্লারাম (Bollaram)-এ একটি শিল্পাঞ্চলে আজ দুপুরে আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশেপাশের লোকজন বেরিয়ে দেখেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। খবর দেওয়া হয় পুলিস ও দমকলবাহিনীতে।

ঘটনাস্থল থেকে পুলিস জানায়, কোনও একটি রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য একটি রাসায়নিক দ্রাবক (solvent) রাখা ছিল। সেখান থেকেই আগুন ধরে যায়। বর্তমানে উদ্ধার কার্য চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই কারখানাতে ওষুধ প্রস্তুত করা হত। সেখানেই কোনও রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায় বিস্ফোরণ হয় ও আগুন লেগে যায়। এক প্রত্যক্ষদর্শীর রেকর্ড করা ভিডিয়োতেও ওই কারখানা থেকে অনর্গল কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: “নয়া কৃষি আইনে আয় বাড়বে কৃষকদেরই”, বললেন প্রধানমন্ত্রী

Next Article