
নয়ডা: ভয়াবহ আগুন উত্তর প্রদেশের নয়ডার এক বস্তিতে। রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায়, নয়ডার সেক্টর ৯৩-এর গেঝা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। অন্তত ১২টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, গেঝা গ্রাম এলাকা অত্যন্ত ঘন বসতি পূর্ণ। বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন। অধিকাংশই পাকা বাড়ি নয়, ঝুপড়ি তৈরি করেই থাকেন। ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতটাই ভয়াবহ আগুন লেগেছে যে, কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের আভা এবং গাঢ় ধোঁয়া দেখা যাচ্ছে।