
দেহরাদুন: জম্মু-কাশ্মীর, দিল্লি ঘুরে এবার জঙ্গিদের নজর পাহাড়ে? উত্তরাখণ্ডের একটি স্কুলের পাশ থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অ্যালার্ট জারি করা হয়েছে আলমোড়া জেলায়।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আলমোড়ার জেলায় সুল্ত এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের পাশের ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। ২০ কেজি বিস্ফোরক কোথা থেকে এল, তা নিয়েই বাড়ছে সন্দেহ। ইতিমধ্যেই জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
স্কুলের প্রিন্সিপাল সুভাষ সিং প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। তিনি দেখেন যে স্কুলের পাশে ঝোপে কিছু প্যাকেট পড়ে রয়েছে। সাম্প্রতিক ঘটনার কথা মাথায় রেখেই তিনি ঝুঁকি না নিয়ে, সরাসরি পুলিশে ফোন করে জানান। পুলিশের দুটি টিম এসে গোটা এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডে। পুলিশ কুকুরই ঝোপ থেকে জিলেটিন স্টিক উদ্ধার করে। ২০ মিটার দূর থেকে আরও কয়েকটি বিস্ফোরক ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড সেই বিস্ফোরক উদ্ধার করে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে হরিয়ানার ধাউজ গ্রাম থেকে প্রায় ৩ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, যা দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহার করা হয়েছিল।
মূলত খাদান এলাকায় পাহাড়ে পাথর ভাঙতে জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। কেন উত্তরাখণ্ডের এই গ্রামে বিস্ফোরক আনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফের কোনও বড় মাপের নাশকতার ছক ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। চারটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য।