Physical Harassment: ‘তিন তালাকের’ পর মহিলাকে গণধর্ষণ , স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের মামলা

Physical Harassment: উত্তর প্রদেশে তিন তালাক দিয়ে ধর্ষণের অভিযোগ স্বামী ও দেওয়ের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Physical Harassment: 'তিন তালাকের' পর মহিলাকে গণধর্ষণ , স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের মামলা
(প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 5:32 PM

লখনউ: বউকে ‘তিন তালাক’ দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় দেওর সহ আরও অনেকে জড়িত ছিল বলে জানা গিয়েছে। মহিলা অভিযোগ করেছেন,স্বামী ও দেওর মিলে পালা করে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে। পুলিশে অভিযোগ জানানোর পর অভিযুক্ত ৬ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ভারতে আইন পাস করে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করা হয়েছিল। তারপরেও দেশের বেশ কিছু জায়গায় এখনও তিন তালাক দেওয়া হয়। যেরকম উত্তর প্রদেশের এই ঘটনাটিরই ক্ষেত্রে, স্বামী স্ত্রীকে কয়েক মাস আগেই তিন তালাক দিয়েছে। ৫ বছর আগে বিয়ে হয়েছিল তাদের। বিবাহ বিচ্ছেদের পর তাঁর সঙ্গে হেনস্থার ঘটনা ঘটে। মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দায়ের করা অভিযোগ অনুযায়ী, তার স্বামী জানিয়েছিল, তিনি পুনরায় তার ছোটো ভাইকে বিয়ে করে বিবাহ বিচ্ছেদ দিলে তারপর আবার তাঁদের সম্পর্ক জোড়া লাগতে পারে।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট সঞ্জয় কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, স্বামীর কথামতো দেওরকে বিয়েও করেন মহিলা। তবে বিবাহ বিচ্ছেদে রাজি হয় না সে। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার অভিযোগ, তারপর দুই ভাই পালা করে তাঁকে ধর্ষণ করত। তিনি জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী, দেওর ও পরিবারের আরও তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ, অস্বাভাবিক যৌনতা ও মুসলিম মহিলাদের বিবাহ অধিকার আইন ২০১৯ সালের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এদিকে মহিলাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছে। অভিযক্তদের ধরতে খোঁজ চালাচ্ছে পুলিশ।