
চেন্নাই: এবার স্বামী নয়, স্ত্রীর দেহ উদ্ধার হল ড্রামের ভিতর থেকে। ২ মাস আগে স্ত্রীকে খুন করেছিলেন, তাও আবার শুধু সন্দেহের বশে। স্ত্রীকে খুন করে একটি কবরস্থানের কাছে ড্রামে ভরে দেহ ফেলে এসেছিলেন।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে তিরুভাল্লুরে। ২২ অক্টোবর, বুধবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম সিলামবরসন (৩৩)। তিনি স্ত্রীকে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন। তাঁর বক্তব্যের সূত্র ধরেই পুলিশ ওই ব্যক্তির স্ত্রীর দেহ উদ্ধার করে। একটি ড্রামে ভরে তিরুভাল্লুর জেলার কাছে একটি কবরস্থানের পাশে মাটি খুঁড়ে পুঁতে দেন।
পুলিশ সুপার জানিয়েছেন, গত ১৪ অগস্ট ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে খুন করেন। নিজের বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে দেহটি ফেলে আসেন। জেরায় অভিযুক্ত স্বীকার করে নেন যে তাঁর স্ত্রী প্রিয়া (২৬)-কে খুন করেছেন। তিনি সন্দেহ করতেন যে স্ত্রীর একাধিক সম্পর্ক রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা-অশান্তিও হত।
সম্প্রতিই প্রিয়ার বাবা শ্রীনিবাসন নিখোঁজ ডায়েরি করেন। তিনি জানান, মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার কয়েকদিন আগে তাঁদের কাছে এসেছিল এবং স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলেছিল। তাঁরা তখন মেয়েকে বুঝিয়ে ফেরত পাঠিয়েছিলেন। শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পর আর কোনও খোঁজখবর পাননি। এরপর তাদের দুই নাতি জানায় যে দুই মাস ধরে মাকে দেখতে পায়নি। এই কথা শুনে তিনি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।