Hyderabad woman: অনাহারে শিকাগোর রাস্তায় ঘুরছে ভারতের মেয়ে, দেশে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ মা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 27, 2023 | 9:56 PM

Indian woman in US street: সম্প্রতি মিনহাজ জাইদির অনাহারে, অসহায় অবস্থায় রাস্তার ফুটপাতে বসে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়ো দেখেই হায়দরাবাদের দুই সহানুভূতিশীল ব্যক্তি মিনহাজের পরিবারে খবর দেন।

Hyderabad woman: অনাহারে শিকাগোর রাস্তায় ঘুরছে ভারতের মেয়ে, দেশে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ মা
মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় হায়দরবাদের অসহায় মহিলার।
Image Credit source: twitter

Follow Us

হায়দরাবাদ: উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন। মাস দুয়েক আগে হঠাৎ করেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন নিঃস্ব, রিক্ত অবস্থায়, অনাহারে রাস্তায়-রাস্তায় ঘুরছেন হায়দরাবাদের মহিলা (Hyderabad woman)। মানসিকভাবে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন যে, নিজের নাম-পরিচয় পর্যন্ত ঠিকমতো বলতে পারছেন না। সম্প্রতি ওই মহিলার অসহায় অবস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োর সূত্র ধরেই মেয়ের হদিশ পেয়েছে ওই মহিলার পরিবার। কিন্তু, মেয়েকে দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। ফলে বিদেশমন্ত্রীর (S. Jaishankar) শরণাপন্ন হয়েছে ওই মহিলার পরিবার।

জানা গিয়েছে, ওই মহিলার নাম সিয়েদা লুলু মিনহাজ জাইদি। ৩৭ বছর বয়সি সিয়েদা হায়দরাবাদের বাসিন্দা। ডেট্রয়েটের ট্রিনি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন মিনহাজ। বর্তমানে চরম অসহায় অবস্থায় শিকাগো শহরের রাস্তায় ঠাঁই হয়েছে তাঁর।

মিনহাজের মা সিয়েদা ওয়াহাজ ফতিমা জানান, তাঁর মেয়ের পড়াশোনা, কেরিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতেই ২০২১ সালের অগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন মিনহাজ। কিন্তু, মাস দুয়েক আগে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু চেষ্টা করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ওয়াহাজ ফতিমা।

সম্প্রতি মিনহাজ জাইদির অনাহারে, অসহায় অবস্থায় রাস্তার ফুটপাতে বসে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়ো দেখেই হায়দরাবাদের দুই সহানুভূতিশীল ব্যক্তি মিনহাজের পরিবারে খবর দেন। মিনহাজের মতো উচ্চাকাঙ্খী, শিক্ষিত মহিলার বর্তমান অবস্থা দেখলে স্বাভাবিকভাবেই চোখে জল আসবে।

ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শিকাগো শহরে রাস্তার ধারে একটি বাড়ির দোরগোড়ায় বসে রয়েছেন সিয়েদা লুলু মিনহাজ জাইদি। তাঁর পোশাক অমলিন। চুল এলোমেলো। মানসিকভাবে যে তিনি বিধ্বস্ত তা জাইদিকে দেখলেই বোঝা যাবে। তিনি নিজের নাম, ঠিকানা পর্যন্ত ঠিকমতো বলতে পারছেন না। গত কয়েকদিন ধরে যে মিনহাজের খাবার জোটেনি, তা তাঁর কথাতেই স্পষ্ট। যিনি ভিডিয়োটি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনিই কিছু খাবার মিনহাজকে দিয়েছেন। তাঁকে ভারতে ফিরে যাওয়ার পরামর্শও দিচ্ছেন। কিন্তু, কীভাবে বাড়ি ফিরবেন মিনহাজ? তাঁর কাছে যে খাওয়ার মতো টাকাও নেই।

মিনহাজের পরিবারেরও মেয়েকে সূদূর আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য নেই। তাই মেয়েকে কোলে ফিরিয়ে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন মিনহাজের মা সিয়েদা ওয়াহাজ ফতিমা। মিনহাজ চরম হতাশায় ভুগছেন, তাঁর টাকা-পয়সা চুরি হয়ে গিয়েছে এবং বর্তমানে অনাহারে রয়েছেন বলেও বিদেশমন্ত্রীকে জানিয়েছেন ওয়াহাজ ফতিমা। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসেও আবেদন জানিয়েছেন তিনি।

মিনহাজের পরিবারের পাশাপাশি নেটিজেনদের অনেকেই হায়দরাবাদের-কন্যাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। তেলঙ্গনার আঞ্চলিক রাজনৈতিক দল মজলিস বাচাও তেহরিক (MBT)-র নেতা আমজেদুল্লাহ খানও দলের তরফে মিনহাজের মর্মস্পর্শী ভিডিয়োটি শেয়ার করে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

Next Article