Ashwini Vaishnaw: স্বদেশি পণ্য নিয়ে বড় সিদ্ধান্ত অশ্বিনীর, দেশবাসীকেও জানালেন আহ্বান

Swadeshi products: গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকসময় সাধারণ মানুষ জানতেও পারেন না যে তাঁর প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করছেন, সেগুলি দেশীয় না বিদেশের। চিরুনির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পকেটে যে চিরুনি থাকে, তা ভারতে তৈরি না বিদেশে, জানতে পারি না। আমাদের ভারতে তৈরি জিনিস কেনা উচিত।”

Ashwini Vaishnaw: স্বদেশি পণ্য নিয়ে বড় সিদ্ধান্ত অশ্বিনীর, দেশবাসীকেও জানালেন আহ্বান
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবImage Credit source: PTI

Sep 22, 2025 | 11:27 PM

নয়াদিল্লি: স্বদেশি পণ্য বিক্রি ও ব্যবহারের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশীয় পণ্য ব্যবহারের জন্য সকলকে অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজেও যে স্বদেশি পণ্য ও প্রযুক্তি ব্যবহার করছেন সেকথাও জানালেন। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বৈষ্ণব জানালেন, ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশনের জন্য তিনিও দেশীয় প্রযুক্তিতে তৈরি জোহো প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করলেন।

বাণিজ্য ও শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের মধ্যে দেশীয় পণ্য ব্যবহার বাড়াতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পণ্য ও পরিষেবা কর(জিএসটি)-র নতুন কাঠামো দেশজুড়ে আজ থেকে কার্যকর হয়েছে। গতকাল এই নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকসময় সাধারণ মানুষ জানতেও পারেন না যে তাঁর প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করছেন, সেগুলি দেশীয় না বিদেশের। চিরুনির উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের পকেটে যে চিরুনি থাকে, তা ভারতে তৈরি না বিদেশে, জানতে পারি না। আমাদের ভারতে তৈরি জিনিস কেনা উচিত।”

স্বাধীনতা আন্দোলনে স্বদেশি পণ্যের ভূমিকার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “স্বদেশির মন্ত্র আমাদের স্বাধীনতা আন্দোলনে শক্তি জুগিয়েছিল। আর আজ এই মন্ত্র আমাদের সমৃদ্ধির উদ্দেশ্যকে শক্তিশালী করবে।” স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের প্রতিটি বাড়িকে স্বদেশির প্রতীক করে তুলতে হবে। প্রতিটি দোকানকে স্বদেশি পণ্য দিয়ে সাজাতে হবে। গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি পণ্য কিনি, স্বদেশি পণ্য বিক্রি করি।”

গতকাল প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর এদিন অশ্বিনী বৈষ্ণব দেশের মানুষের কাছে স্বদেশি পণ্য় ব্যবহারের অনুরোধ জানালেন। তিনি নিজেও যে স্বদেশি প্রযুক্তিকে আপন করে নিয়েছেন, তা জানালেন।