Delhi CM Arvind Kejriwal: সিবিআই দফতর থেকে বের হলেন কেজরীবাল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 16, 2023 | 9:15 PM

Delhi CM Arvind Kejriwal: রবিবার সকাল ১১টা নাগাদ সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীবালের। ইতিমধ্যে সেখানে যাওয়ার তিনি রওনা দিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Delhi CM Arvind Kejriwal: সিবিআই দফতর থেকে বের হলেন কেজরীবাল
ছবি-টুইটার

Follow Us

নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই (ED-CBI)। সম্প্রতি ইডির তরফে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই স্পষ্ট দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এই মামলাতেই বর্তমানে কারাবন্দি রয়েছেন কেজরীর ডেপুটি মণীশ সিসোদিয়া। এবার কেজরীকে তলব করায় তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। উত্তপ্ত রাজধানীর রাজ্য-রাজনীতি। 

  1. ৯ ঘণ্টা পর সিবিআই দফতর থেকে বের হলেন কেজরীবাল। আপাতত তাঁকে আর তলব করা হচ্ছে না।
  2.  আপের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন আপের আহ্বায়ক গোপাল রাই। আপের জাতীয় সচিব পঙ্কজ গুপ্ত, দিল্লির মেয়র শেলি ওবেরয় ও ডেপুটি মেয়র আলে ইকবাল এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
  3. সিবিআই-র জিজ্ঞাসাবাদের আজই গ্রেফতার হতে পারেন দিল্লির অরবিন্দ কেজরীবাল। এই আশঙ্কা করেই আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই একটি বৈঠক ডাকেন। আপের জেলা সভাপতি, জাতীয় ও রাজ্য পদাধিকারী  ও অন্যান্য নেতা-কর্মীদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

  4. একদিকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ চলছে কেজরীবালের। অন্যদিকে দফতরের বাইরে প্রতিবাদ-বিক্ষোভ দেখাচ্ছেন আপের নেতা-কর্মীরা। এবার বিক্ষোভরত রাঘব চাড্ডা ও সঞ্জয় সিংকে আটক করল দিল্লি পুলিশ। আটক নেতাদের তালিকায় রয়েছেন সৌরভ ভরদ্বাজ, অতিশী কৈলাশ গেহলট, আদিল আহমেদ খান, পঙ্কজ গুপ্ত ও পঞ্জাব সরকারের অন্যান্য মন্ত্রীরা।
  5. ১৪৪ ধারার মধ্যেই সিবিআই দফতরের বাইরে ধরনায় বসেছেন পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান থেকে শুরু করে রাখব চাড্ডা সহ একাধিক আপ নেতা। ধরনায় অনড় তাঁরা। তাঁদের নেতা কেজরীবাল না বেরোনো পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন।
  6. অপ্রীতিকর ঘটনা এড়াতে সিবিআই সদর দফতর এবং মধ্য দিল্লির কাছে সিআরপিসি আইনের ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
  7. দিল্লির নয়া আবগারি নীতি দুর্নীতি মামলায় আজ সকাল ১১ টা ১৫ মিনিটেই সিবিআই দফতরে পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
  8. রবিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীবালের। ইতিমধ্যে সেখানে যাওয়ার তিনি রওনা দিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। 
  9. রবিবার সকাল থেকে থেকেই রাজধানীর নানা প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপের কর্মী-সমর্থকরা। কাশ্মীরি গেটে বিক্ষোভ দেখানোর সময় আটক করা হয় অনেকজনকে।
  10. সিবিআইয়ের নোটিস পেতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কেজরীবাল। স্পষ্ট বলেছেন, “বিজেপি যদি সিবিআইকে আমাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দেয়, তাহলে তাঁরা নিশ্চয় সেই নির্দেশ মানবেন।”
  11. “বিজেপি বলছে আমি দুর্নীতিবাজ। আমি আয়কর বিভাগে কমিশনার ছিলাম, আমি চাইলে কোটি টাকা আয় করতে পারতাম। অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে এই পৃথিবীতে সৎ কেউ নেই।” বললেন কেজরী। 
Next Article