India Pakistan Tension: সঙ্গ দিয়েছে ‘সুদর্শন চক্রকে’! পাক হামলা থেকে কোটি কোটি ভারতীয়দের রক্ষা করেছে এই ‘হিরো’

IAF Deployed Pechora Air Defence System: এই গোটা সময়টা ভারতের আকাশকে রক্ষার ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়েছিল এস-৪০০। সুদর্শন চক্রের মতো যান্ত্রিক হামলাকারীদের 'গলা কেটেছে' সে। তবে বৃহস্পতিবার রাতের হিরো কিন্তু একা এস-৪০০ নয়।

India Pakistan Tension: সঙ্গ দিয়েছে সুদর্শন চক্রকে! পাক হামলা থেকে কোটি কোটি ভারতীয়দের রক্ষা করেছে এই হিরো
বৃহস্পতির হিরো পেচোরাওImage Credit source: X

|

May 09, 2025 | 4:23 PM

নয়াদিল্লি: ভারত কী পারে, তা বৃহস্পতির রাতে ভালই বুঝতে পেরেছে পাকিস্তান। ভেবেছিল, ভারতের কৌশল ব্যবহার করেই হামলা চালাবে তারা। কিন্তু পাল্টা যে মার খেয়ে বাড়ি যেতে হবে, তা কে ভেবেছিল? জম্মু, পঞ্জাব এবং রাজস্থানে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল পড়শি দেশ। কিন্তু মাঝ আকাশেই তাদের ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এই গোটা সময়টা ভারতের আকাশকে রক্ষার ক্ষেত্রে সর্বাগ্রে এগিয়েছিল এস-৪০০। সুদর্শন চক্রের মতো যান্ত্রিক হামলাকারীদের ‘গলা কেটেছে’ সে। তবে বৃহস্পতিবার রাতের হিরো কিন্তু একা এস-৪০০ নয়। রয়েছে আরও বেশ কয়েকটি প্র্রতিরক্ষা অস্ত্রের নাম। যাদের মধ্যে অন্যতম ভারতীয় বায়ুসেনার মোতায়েন করা পেচোরা (Pechora) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কী এই পেচোরা?

সারফেস-টু-এয়ার মিসাইলের আওতায় পড়ে ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ প্রযুক্তিতে তৈরি পেচোরা শেষ করে দিতে পারে অল্প উচ্চতায় থাকা ড্রোনকে। ব়্যাডার প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র খুব সহজেই শত্রু ড্রোনকে চিহ্নিত করে সেটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। যার জেরে এক ঢিলে দুই পাখি মারতে বড় ‘পাকা’ পেচোরা।

সাধারণ ভাবেই অল্প উচ্চতায় ওড়া শত্রুর জন্য পেচোরা একদম ‘পারফেক্ট’। ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে থাকা ড্রোনকে খুব সহজেই গুঁড়িয়ে দিতে পারে এটি। তবে চিহ্নিত করতে ১০০ কিলোমিটার আগেই। তার বসে থাকে ওত পেতে। নিজের নিয়ন্ত্রণ রেখার মধ্যে আসতেই চালিয়ে দেয় হামলা।