Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IAF: সেনা ঘাঁটিতেই আক্রান্ত মহিলা বায়ুসেনা আধিকারিক

IAF: বায়ুসেনার ওই মহিলা আধিকারিক পাঠানকোট বেসক্যাম্পে সোমবার রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময়ই ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় হামলা চালানো হয়। ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত।

IAF: সেনা ঘাঁটিতেই আক্রান্ত মহিলা বায়ুসেনা আধিকারিক
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 7:12 AM

পাঠানকোট: সেনা ঘাঁটিতেই আক্রান্ত হলেন মহিলা বায়ুসেনা আধিকারিক (IAF Officer)। ক্যান্টিনের এক কর্মী ধারাল অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণ শানিয়েছেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাঠানকোটে (Pathankot) বায়ুসেনার বেস ক্যাম্পে। বায়ুসেনার ওই আধিকারিক বর্তমানে গুরুতর জখম অবস্থায় চণ্ডীগঢ় হাসপাতালে ভর্তি।

পুলিশ জানায়, পাঠানকোটে বায়ুসেনার বেস ক্যাম্পে ক্যান্টিনের এক কর্মী ধারাল অস্ত্র দিয়ে বায়ুসেনার এক মহিলা আধিকারিকের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মাখন সিং। সে অপরাধের কথা স্বীকার করেছে। তবে কেন সে একাজ করল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঠানকোটের এসএসপি হরকমল প্রীত সিং খাখ।

জানা গিয়েছে, বায়ুসেনার ওই মহিলা আধিকারিক পাঠানকোট বেসক্যাম্পে সোমবার রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময়ই ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় হামলা চালানো হয়। ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত। পরে ওই সেনা ঘাঁটির অন্যান্যরা ওই আধিকারিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পাঠানকোট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চণ্ডীগঢ় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পাঠানকোটের এসএসপি জানান, বায়ুসেনার ওই মহিলা আধিকারিকের মাথায় চারবার আঘাত করা হয়েছে। ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে।