World Cup Final 2023: বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে চাঁদের হাট, ভিভিআইপিদের তালিকা একনজরে

World Cup Final VVIP guests list: বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্ট অতিথিরা। কেবল দেশ নয়, বিদেশেরও বহু বিশিষ্ট অতিথি ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসবেন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, দেশ ও বিদেশের শতাধিক VVIP বিশ্বকাপ ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছেন।

World Cup Final 2023: বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে চাঁদের হাট, ভিভিআইপিদের তালিকা একনজরে
বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী। Image Credit source: TV9 Bangla

| Edited By: Sukla Bhattacharjee

Nov 18, 2023 | 8:03 PM

আহমেদাবাদ: বিশ্বকাপ (World Cup)-জ্বরে ফুটছে গোটা দেশ। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হবে ICC ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ঠিক যেন ২০০৩ সালের সিক্যুয়েন্স। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। কিন্তু, ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে যায় অস্ট্রেলিয়া। ২০ বছর পর সেই মহারণের বদলা নিতে মুখিয়ে বিশ্বকাপ টিমের সদস্যরা থেকে সমগ্র দেশবাসী। তাই যেন এবার বিশ্বকাপ ফাইনালে বিশেষ উন্মাদনা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই হাইভোল্টেজ এই ম্যাচ দেখতে একেবারে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-সহ বিশিষ্ট অতিথিরা। কেবল দেশ নয়, বিদেশেরও বহু বিশিষ্ট অতিথি ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসবেন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, দেশ ও বিদেশের শতাধিক VVIP বিশ্বকাপ ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আসছেন। তাঁদের জন্য সেদিন আহমেদাবাদ বিমানবন্দরে প্রায় ১০০টি চার্টার্ড প্লেন অবতরণের সম্ভাবনা রয়েছে। ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিসিসিআইয়ের পক্ষ থেকেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভিভিআইপি-র তালিকা

ক্রিকেট বিশ্বকাপ দেখতে আসা ১০০-র বেশি ভিভিআইপি অতিথিদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্ট এবং গুজরাট হাইকোর্টের বিচারপতি এবং প্রাক্তন বিচারপতি এবং ৮টির বেশি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। থাকবেন আরবিআই গভর্নরও। এছাড়া বিদেশি অতিথিদের মধ্যে থাকছেন, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস-সহ অস্ট্রেলিয়ার এক প্রতিনিধি দল। এছাড়া সিঙ্গাপুর, আমেরিকা ও সংযুক্ত আরব আমির শাহের রাষ্ট্রদূতেরাও এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসবেন।

রাজনীতিক, বিচারপতিদের পাশাপাশি শিল্পপতি, চলচ্চিত্র তারকারাও বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির থাকবেন। এর মধ্যে রয়েছেন, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তিনি পরিবারের সঙ্গে ম্যাচ দেখতে আসবেন। শিল্পপতি লক্ষ্মী মিত্তলও পরিবারের সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ উপভোগ করতে আসবেন। এছাড়া বলিউডের অনেক তারকা ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকার ফাইনাল ম্যাচের সাক্ষী হবেন।

ভারতের ভিভিআইপি অতিথি একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
অসম, মেঘালয় সহ ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রী
তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্টালিন
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস
শিল্পপতি নীতা আম্বানি (সপরিবারে)
শিল্পপতি লক্ষ্মী মিত্তল (সপরিবারে)
বহু বলিউড তারকা

বিদেশ থেকে আসা ভিভিআইপি অতিথি

অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস
অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল
সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমির শাহের রাষ্ট্রদূত

অন্য ভিভিআইপি অতিথিরা

সুপ্রিম কোর্টের বিচারপতিরা
গুজরাট হাইকোর্টের বিচারপতি
অন্যান্য রাজ্যের আদালতের বিচারক