ICC World Cup 2023: স্টেডিয়ামে বসেই বিশ্বকাপের ফাইনাল দেখুন, বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

Indian Railways: ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি ও মুম্বই থেকে আহমেদাবাদ অবধি এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। শনিবার বিকেলে দিল্লি ও মুম্বই থেকে এই ট্রেনগুলি ছাড়বে এবং রবিবার সকালে আহমেদাবাদে পৌঁছবে

ICC World Cup 2023: স্টেডিয়ামে বসেই বিশ্বকাপের ফাইনাল দেখুন, বিশেষ ট্রেনের ঘোষণা রেলের
আহমেদাবাদে গিয়েই ফাইনাল দেখুন এবার।Image Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 18, 2023 | 1:14 PM

নয়া দিল্লি: রবিবারে মহারণ। গুজরাটের আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসছে আইসিসি বিশ্বকাপের ফাইনালের (ICC World Cup 2023) আসর। মুখোমুখি লড়াই ভারত বনাম অস্ট্রেলিয়ার (India VS Australia)। শুধু গুজরাটই নয়, ভিন রাজ্য, এমনকী ভিন দেশ থেকেও ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের ফাইনাল দেখতে আসছেন। এই ক্রিকেট উন্মাদনার কথা মাথায় রেখেই এবার বিশেষ ট্রেনের ঘোষণা করল ভারতীয় রেলওয়ে।

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি ও মুম্বই থেকে আহমেদাবাদ অবধি এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। শনিবার বিকেলে দিল্লি ও মুম্বই থেকে এই ট্রেনগুলি ছাড়বে এবং রবিবার সকালে আহমেদাবাদে পৌঁছবে। রেলের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ ট্রেন দিল্লি থেকে ছাড়বে। মুম্বই থেকে ছাড়বে তিনটি বিশেষ ট্রেন।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার হিড়িকে চড়চড়িয়ে বেড়েছে বিমানের টিকিট। ২০ থেকে ৪০ হাজারে বিক্রি হচ্ছে একপিঠের টিকিট। তবে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখেই বিশেষ ট্রেনে টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখা হয়েছে। স্লিপার ক্লাসে টিকিটের দাম ধার্য করা হয়েছে ৬২০ টাকা, ৩এসি ইকোনমি বার্থের টিকিটের জন্য খরচ হবে ১৫২৫ টাকা। স্ট্যান্ডার্ড ৩এসি সিটের দাম ১৬৬৫ টাকা এবং ফার্স্ট ক্লাস এসির টিকিটের দাম ৩৪৯০ টাকা।

শুধু যাওয়া নয়, ম্যাচ শেষে আহমেদাবাদ থেকে ফেরার জন্যও বিশেষ ট্রেন চালানো হবে। রেলের তরফে জানানো হয়েছে, রাত আড়াইটের সময় আহমেদাবাদ থেকে বিশেষ ট্রেন ছাড়বে। ফলে যারা ম্যাচ দেখতে যাবেন, তাঁরা ম্যাচ শেষে নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছতে পারবেন।

যারা টিকিট কাটতে চান, তারা সরাসরি ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন। এছাড়া স্টেশনের টিকিট কাউন্টার থেকেও এই বিশেষ ট্রেনের টিকিট কাটতে পারবেন।