
জয়পুর: বাড়িতে বেশি টাকা রাখা সুরক্ষিত নয়, চুরির ভয় থাকে। টাকা সুরক্ষিত রাখতেই সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা রাখেন। কিন্তু ব্য়াঙ্কেও কি টাকা সুরক্ষিত? আপনার ব্যাঙ্কে জমা রাখা টাকা অন্য কেউ ব্যবহার করছে না তো? এক ব্যাঙ্ক কর্মীর কাণ্ডে এই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে।
রাজস্থানের কোটায় একটি ব্যাঙ্কের এক অফিসার সাধারণ মানুষের জমা রাখা ৪ কোটি টাকাও বেশি গায়েব করে দিয়েছেন। সাক্ষী গুপ্তা নামক ওই যুবতী আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশন ম্যানেজার পদে ছিলেন। তিনি ব্যাঙ্কের ইউজার ফিক্সড ডিপোজিটের লিঙ্ক ব্যবহার করে সাধারণ মানুষের টাকা উধাও করে দেন।
জানা গিয়েছে, ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৪১ জন গ্রাহকের ১১০টি অ্যাকাউন্ট ব্যবহার করে ৪.৫৮ কোটি টাকা বেআইনিভাবে হাতিয়ে নেয়। সেই টাকা নিয়ে তিনি স্টক মার্কেটে বিনিয়োগ করেন অল্প সময়ে বেশি রিটার্ন পাওয়ার জন্য। তবে লাভ তো দূর, বরং সব টাকাই ডুবে যায়। যাদের ফিক্সড ডিপোজিট থেকে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে পারেনি।
গত ১৮ ফেব্রুয়ারি এক গ্রাহক তাঁর ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হওয়ার আগেই টাকা তুলতে আসলে, ব্যাঙ্ক এই বিষয়ে জানতে পারে। এরপর তদন্ত শুরু হয়। তখনই জানা যায়, ব্যাঙ্কের কর্মীই এই টাকা তুলে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন। গতকাল রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
তদন্তে জানা যায়, ওই মহিলা টাকা তোলার আগে প্রত্যেক গ্রাহকের রেজিস্টার করা ফোন নম্বর বদলে নিজের ও পরিবারের সদস্যদের ফোন নম্বর দিয়ে দিয়েছিলেন, যাতে তারা লেনদেন সম্পর্কে জানতে না পারেন।