Influenza: দেশে নয়া আতঙ্ক কোভিডের মতো আরও এক ফ্লু, রোগের উপসর্গ এবং মোকাবিলায় কী করণীয় জানিয়ে বিজ্ঞপ্তি কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 05, 2023 | 5:46 AM

H2N2 এবং H3N2 আক্রান্তের উপসর্গ সহ ভাইরাস মোকাবিলায় কী করণীয় এবং কী করা উচিত নয়, সে ব্যাপারে বিশেষ নির্দেশিকা জারি করেছে IMAও ICMR

Influenza: দেশে নয়া আতঙ্ক কোভিডের মতো আরও এক ফ্লু, রোগের উপসর্গ এবং মোকাবিলায় কী করণীয় জানিয়ে বিজ্ঞপ্তি কেন্দ্রের
প্রতিকি ছবি।

Follow Us

নয়া দিল্লি: করোনা (Covid) ভাইরাসের দাপট কমলেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আরও এক ফ্লু (Flu)। একেবারে কোভিডের মতোই জ্বর, সর্দি, কাশি, ডায়েরিয়া উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে শিশু থেকে প্রাপ্তবয়স্করা। এই সমস্ত উপসর্গের জন্য ইনফ্লুয়েঞ্জা-A প্রকৃতির H2N2 এবং H3N2 ভাইরাসকে দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যে চিকিৎসকদের পরামর্শ নেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। তবে আদৌ H2N2 এবং H3N2 ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা আগে জানা জরুরি। এই সমস্ত ভাইরাসে আক্রান্ত হলে রোগের উপসর্গগুলি ঠিকমতো জানা যেমন জরুরি, তেমনই ভাইরাস মোকাবিলায় কী করণীয়, সেটা জানা দরকার। তাই H2N2 এবং H3N2 আক্রান্তের উপসর্গ সহ ভাইরাস মোকাবিলায় কী করণীয় এবং কী করা উচিত নয়, সে ব্যাপারে বিশেষ নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)।

H2N2 এবং H3N2 ভাইরাসে আক্রান্ত হলে কী কী উপসর্গ দেখা যাবে?
ICMR ও IMA-র তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, H2N2 এবং H3N2 ভাইরাসে আক্রান্ত হলে নিম্মলিখিত উপসর্গগুলি দেখা যাবে-
কাশি, সর্দি, বমি-বমি ভাব, মাথা ব্যথা, গা-হাত ব্যথা, ডায়েরিয়া। অনেকের জ্বরও থাকতে পারে।

H2N2 এবং H3N2 ভাইরাসের হাত থেকে বাঁচতে কী করণীয়?
১) মাস্ক পরা বাধ্যতামূলক।
২) ভিড়বহুল স্থান এড়িয়ে চলা আবশ্যক।
৩) কাশি বা হাঁচির সময় নাক-মুখ কাপড় বা কনুই ঠিকমতো চাপা দেওয়া।
৪) প্রচুর পরিমাণে জল এবং তরল জাতীয় পানীয় খেতে হবে।
৫) জ্বর বা গায়ে-হাতে ব্যথা হলে সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

H2N2 এবং H3N2 ভাইরাসে আক্রান্ত হলে কী করবেন না?
১) সৌজন্য সূচক হিসাবে করমর্দন একেবারে নয়।
২) জনসমক্ষে থুথু ফেলবেন না।
৩) নিজেকে চিকিৎসার মধ্যে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য কোনও ওষুধ নেবেন না।
৪) সকলের সঙ্গে একসঙ্গে খেতে বসবেন না।

এছাড়া ইনফ্লুয়েঞ্জা ঠেকাতে কোভিড-সময়কালের মতোই সবসময় হাত ধোওয়া বা স্যানিটাইজ করা সহ পরিচ্ছন্ন থাকার ব্যাপারে জোর দিয়েছেন ICMR ও IMA-র বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে অন্ততপক্ষে এক সপ্তাহ ধরে সর্দি-কাশি, জ্বর থাকছে। তাই সেই সময় নিজের এবং আশপাশের সকলের বিশেষ সতর্কতা মেনে চলার উপর জোর দিচ্ছেন তাঁরা।