Railways: পরিবারের ৫ জনের মধ্যে তিনজনের টিকিট কনফার্ম হলে কী করবেন? কী নিয়ম রেলের

Indian Railways: রেলওয়ে এখন স্পষ্ট করেছে যে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলেই যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাকিরা কোচে উঠতে পারবেন না। চার্ট তৈরি হওয়ার পরেও যদি আপনার টিকিট ওয়েটিং-এ তালিকায় থাকে, তাহলে আপনি সেই কোচে ভ্রমণ করতে পারবেন না।

Railways: পরিবারের ৫ জনের মধ্যে তিনজনের টিকিট কনফার্ম হলে কী করবেন? কী নিয়ম রেলের
if 5 members book ticket 3 confirms what should passengers doImage Credit source: AI Generated Image

Nov 22, 2025 | 2:53 PM

নয়া দিল্লি: ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে ভ্রমণ করে প্রতিদিন। শুধু কাজের জন্য নয়, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ট্রেনে চেপে যাওয়ার অভিজ্ঞতা থাকে প্রায় সব পরিবারেরই। সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী পরিবহনের মাধ্যম এটি। বন্ধু বা আত্মীয় মিলিয়ে একসঙ্গে ৫ জন বা তার বেশি যাত্রী যদি টিকিট কাটেন, তাহলে অনেক ক্ষেত্রে সবার টিকিট একসঙ্গে কনফার্ম হয় না। সে ক্ষেত্রে কী করবেন? বাকিরা কি ওই ট্রেনে চাপতে পারবেন?

একটি বুকিংয়ে যদি একসঙ্গে চার বা পাঁচজনের জন্য টিকিট বুক করেন, তাহলে প্রতিটি টিকিটের জন্য একটি পিএনআর নম্বর তৈরি হয়। এই পিএনআর হল আপনার সমস্ত টিকিটের তথ্যের একটি রেকর্ড। এর মধ্যে কে ভ্রমণ করছেন, কোন ট্রেনে ভ্রমণ করছেন, সিট নম্বর, কোচ, ভ্রমণের তারিখ সহ সব বিষয় অন্তর্ভুক্ত থাকে। এই ক্ষেত্রে, যদি আপনি পাঁচ জনের জন্য টিকিট বুক করেন, যাদের মধ্যে কিছু নিশ্চিত এবং কিছু ওয়েটিং-এর তালিকায় থাকে, তাহলে আগের নিয়ম ছিল যে যদি একই পিএনআর-এর কিছু টিকিট নিশ্চিত হয় এবং কিছু অপেক্ষমাণ তালিকায় থাকে, তাহলে সমস্ত যাত্রী ট্রেনে উঠতে পারতেন। অপেক্ষমাণ তালিকার যাত্রীরা যদি আসন নাও পান, তবুও তারা ট্রেনে ভ্রমণ করতে পারতেন এবং টিটিই তাদের জোর করে নামিয়ে দেবেন না। এমনই ছিল নিয়ম।

রেলওয়ে এখন স্পষ্ট করেছে যে শুধুমাত্র কনফার্ম টিকিট থাকলেই যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বাকিরা কোচে উঠতে পারবেন না। চার্ট তৈরি হওয়ার পরেও যদি আপনার টিকিট ওয়েটিং-এ তালিকায় থাকে, তাহলে আপনি সেই কোচে ভ্রমণ করতে পারবেন না। যদি আপনি কনফার্ম টিকিট ছাড়া ট্রেনে চড়েন, তাহলে টিটিই আপনাকে নামিয়ে দিতে পারেন এবং আপনার বিরুদ্ধে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

যদি আপনার পরিবারে পাঁচজন সদস্য থাকে এবং বুকিং করার পর, তিনটি টিকিট নিশ্চিত হয়ে যায় এবং দুটি ওয়েটিং-এয় থেকে যায়, তাহলে টিকিটটি RAC তে রূপান্তরিত হলে আপনি ট্রেনে উঠতে পারেন। RAC মানে আপনার আসনটি অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া হবে। চার্ট তৈরি হওয়ার পরেও যদি টিকিটটি একইভাবে ওয়েটিং-এ থেকে যায়, তাহলে আপনি ট্রেনে উঠতে পারবেন না। সে ক্ষেত্রে আপনি স্টেশনে একটি জেনারেল টিকিট কিনতে পারেন অথবা UTS অ্যাপের মাধ্যমে একটি টিকিট বুক করতে পারেন।