AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC Bangaon Local: খুলল না দরজা, গোবরডাঙায় না দাঁড়িয়েই বেরল AC বনগাঁ লোকাল, ২০ মিনিট পর ব্যাকে ফিরে এল ট্রেন

AC Local Train:ক্ষুব্ধ এক যাত্রী বলেন, "ট্রেন রাইট টাইমেই প্ল্যাটফর্মে ঢুকেছে। আমরা নামব বলে গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। আমরা তো জানি যেমন দরজা খোলার তেমনই খুলবে। দেখি দরজা খুলছে না। এবার দরজা খুলছে না তো খুলছেই না। ও মা তারপর দেখি দরজা তো খুলছেই না উল্টে ট্রেন এগিয়ে যাচ্ছে। এবার ট্রেনের ভিতরে দুজন রোগীও ছিলেন।

AC Bangaon Local: খুলল না দরজা, গোবরডাঙায় না দাঁড়িয়েই বেরল AC বনগাঁ লোকাল, ২০ মিনিট পর ব্যাকে ফিরে এল ট্রেন
এসি ট্রেনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 29, 2025 | 10:23 PM
Share

বনগাঁ: অফিস শেষ হওয়ার পর অনেকেই বনগাঁ এসি (AC) লোকালে যাতায়াত করেন। আজও তেমনই ভিড় ছিল। কিন্তু ঘটল অদ্ভুত ঘটনা। এসি শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট লোকাল গোবরডাঙা স্টেশন না দাঁড়িয়েই বেরিয়ে যায়। দরজা না খোলার কারণে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর প্রায় কুড়ি মিনিট বাদে আবার ব্যাক করে ফিরে আসে প্ল্যাটফর্মে। ঘটনায় চালকের উপর ক্ষুব্ধ যাত্রীরা।

জানা গিয়েছে, এদিন ৭টা বেজে ৩৬ মিনিটে শিয়ালদহ-বনগাঁ রানাঘাট লোকালে এই ঘটনা ঘটেছে। গোবরডাঙা স্টেশনে দরজা না খোলার কারণে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। তারপরই শুরু হয় হইচই। যাত্রীদের একাংশের মাথায় হাত। আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। জানা গিয়েছে, গোবরডাঙা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় তিনশো মিটার এগিয়ে যায় ট্রেনটি। এরপর ট্রেনের ভিতর থাকা স্পিকারের মাধ্যমে গার্ডের সঙ্গে কথা হয়। তারপর আবার প্রায় কুড়ি মিনিট বাদে ট্রেন পিছিয়ে আনা হয়। পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট হয় ট্রেন ব্যাকে আসবে। শেষে ওই এসি ট্রেন আবার গোবরডাঙা স্টেশনে ব্যাকে আসে। তারপর দরজা খোলে। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বনগাঁ হয়ে রানাঘাটের দিকে চলে যায় এসি ট্রেনটি।

ক্ষুব্ধ এক যাত্রী বলেন, “ট্রেন রাইট টাইমেই প্ল্যাটফর্মে ঢুকেছে। আমরা নামব বলে গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। আমরা তো জানি যেমন দরজা খোলার তেমনই খুলবে। দেখি দরজা খুলছে না। এবার দরজা খুলছে না তো খুলছেই না। ও মা তারপর দেখি দরজা তো খুলছেই না উল্টে ট্রেন এগিয়ে যাচ্ছে। এবার ট্রেনের ভিতরে দুজন রোগীও ছিলেন। তারপর ট্রেনের ভিতর যে স্পিকার আছে সেটা থেকে আমরা গার্ডকে বলি গোবরডাঙা স্টেশনে কিন্তু দরজা খোলেনি। আমরা বারবার বলছি। ভিতরে একটা সিআরপিএফ-চেকার কেউ নেই। প্রায় তিনশো মিটার এগিয়েছে। আমরা বারবার বললাম ট্রেন ব্যাক করান। তারপর ট্রেন ব্যাকে আনা হল। আর ভিতরে সিসিটিভি আছে। সবটাই তো গার্ড দেখতে পাচ্ছিলেন। এত মানুষ যে নামতে পারলেন না গার্ড কী অবস্থায় ছিলেন তাহলে?”