AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: সজলের কথায় প্রবল রেগে গেলেন ফিরহাদ, গান্ধীজির নাম বাদ দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

| Edited By: | Updated on: Dec 18, 2025 | 4:06 PM
Share

Breaking News in Bengali Live Updates: নজর থাকবে যুবভারতী-কাণ্ডের দিকেও। এ দিকে, গতকাল অর্থাৎ বুধবার নিউটাউনে আগুন লেগেছিল। তা নিয়ে ফের নতুন করে তৃণমূব-বিজেপির টানাটানি চলছে। সারাদিন কী কী ঘটে নজর থাকবে লাইভে।

West Bengal News Today Live: সজলের কথায় প্রবল রেগে গেলেন ফিরহাদ, গান্ধীজির নাম বাদ দেওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

LIVE NEWS & UPDATES

  • 18 Dec 2025 04:06 PM (IST)

    ‘মিনি পাকিস্তান’ ইস্যুতে উত্তাল পুরসভা

    • ‘মিনি পাকিস্তান’ ইস্যু তুলে ধরে ফিরহাদকে নিশানা করলেন সজল। পাল্টা সরব হন মেয়র। উত্তেজনা ছড়ায় পৌরনিগমের অধিবেশনে।
    • কার্যত হাতাহাতি হওয়ার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের কাউন্সিলররা ফিরহাদকে শান্ত করেন।
    • বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন, “ভারতের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে। ভারতের ঐতিহ্যকে শেষ করে দিচ্ছে।”
  • 18 Dec 2025 04:04 PM (IST)

    ‘জাতির জনককে ভুলে যাচ্ছেন?’ সরব মমতা

    • বৃহস্পতিবার কলকাতার প্রথম ‘বিজনেস কনক্লেভ’ থেকে ‘নাম বদলের’ রাজনীতি নিয়ে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
    • কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘১০০ দিনের কাজ থেকে গান্ধীজির নাম সরানো হয়েছে। জাতির জনককে ভুলে যাচ্ছেন? ভাবা যায়!’
    • কেন্দ্র ভুলে গেলেও, রাজ্য নয়, তাই সেই কথা মনে করিয়ে দিয়ে রাজ্য়ের কর্মশ্রী প্রকল্পকে গান্ধীজির নামে করার ঘোষণা করেছেন তিনি।
  • 18 Dec 2025 01:13 PM (IST)

    ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কনক্লেভ

    কলকাতায় হচ্ছে প্রথম বিজনেস কনক্লেভ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এ ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে থাকছেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মত শিল্পপতিরা। নবান্ন সূত্রে খবর, কনক্লেভে থাকার কথা জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দালের। থাকবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিও।

    বিস্তারিত পড়ুন: CM Mamata Banerjee: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এবারই প্রথম বিজনেস কনক্লেভ, জোর কোন কোন ক্ষেত্রে?

  • 18 Dec 2025 01:10 PM (IST)

    বিজনেস কনক্লেভের মঞ্চে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “২৬৫০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি গত ১৫ বছরে। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন‍্য। আমি আরও বিনিয়োগ করব ৫০০০ মেগাওয়াট ব‍্যাটারি স্টোরেজ ১২০০০ কোটি টাকার প্রকল্প যা দেশের প্রথম হতে চলেছে যেটি এ রাজ্যে আমরা করতে চলেছি।”

  • 18 Dec 2025 01:10 PM (IST)

    বিজেনেস কনক্লেভে কোন কোন ক্ষেত্রে জোর?

    Buissness Conclave

    ধনধান্য স্টেডিয়ামে বসল আসর

  • 18 Dec 2025 10:02 AM (IST)

    কলকাতায় হচ্ছে প্রথম বাণিজ্য সম্মেলন

    • আজ কলকাতায় হচ্ছে প্রথম বাণিজ্য সম্মেলন।
    • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এ বছরে প্রথম এ ধরনের কনক্লেভ অনুষ্ঠিত হবে ।
    • সূত্রের খবর, ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে থাকবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চ্যাটার্জি, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরি–র মত শিল্পপতিরা।

    Mamata Banerjee claims there is planning to topple the govt

  • 18 Dec 2025 10:00 AM (IST)

    শোকজের কী উত্তর?

    1. যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় শোকজ করা হয়েছিল দুই পুলিশ কর্তা সহ এক সরকারি আধিকারিককে।
    2. ২৪ ঘণ্টার মধ্যেই শোকজ নোটিসের জবাব দিলেন রাজ‍্যের ডিজিপি সহ তিনজন।
    3. রিপোর্ট জমা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারও।

    বিস্তারিত পড়ুন: IPS Rajib Kumar: ২৪ ঘণ্টার মধ্যেই শোকজের উত্তর দিলেন রাজীব সহ ২ জন, যুবভারতী-কাণ্ডের কী জবাব এল?

  • 18 Dec 2025 09:59 AM (IST)

    ‘তৃণমূল আগুন লাগিয়েছে’

    1. নিউটাউনে আগুন লাগতেই সরব বিজেপি।
    2. বিজেপি নেতা অমিত মালব্য পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশি ভোট ব্যাঙ্কে বাঁচাতে তৃণমূল-ই আগুন লাগিয়েছে।’
  • 18 Dec 2025 09:58 AM (IST)

    ‘এসআইয়ের শুরুর ১৫ দিন আগেই এই বস্তি ফাঁকা হয়েছে’

    বুধবার নিউটাউন ঘুনি বস্তিতে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটার আগুন লাগে। এলাকাবাসী বলছেন, এই বস্তি কয়েকদিন আগে শিরোনামে এসেছিল। বলা হয়, বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মানুষজন এই বস্তিতে থাকতেন। স্থানীয়দের দাবি, মূলত, এসআইয়ের শুরুর ১৫ দিন আগেই এই বস্তি ফাঁকা হয়ে যায়।

    1. প্রায় আড়াইশো থেকে তিনোশ ঘর পুড়ে ছাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সকাল অবধি পকেট ফায়ার ছিল।
    2. গতকাল২০ ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকালে চারটে দমকলের ইঞ্জিন পকেট ফায়ার নেভানোর কাজ করেছে।
    3. প্রচুর পরিমাণে প্লাস্টিক ত্রিপল অর্থাৎ দাহ্য পদার্থ মজুত ছিল তা থেকেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাণিজ্য সম্মেলন হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হবে এই বাণিজ্য সম্মেলন হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিটের অ‍্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নজর থাকবে যুবভারতী-কাণ্ডের দিকেও। এ দিকে, গতকাল অর্থাৎ বুধবার নিউটাউনে আগুন লেগেছিল। তা নিয়ে ফের নতুন করে তৃণমূব-বিজেপির টানাটানি চলছে। সারাদিন কী কী ঘটে নজর থাকবে লাইভে।

Published On - Dec 18,2025 9:55 AM