AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পয়লা জানুয়ারিতে বিশ্ব জুড়ে ঘটবে বিরাট ঘটনা, ২০২৬-এর প্রথম দিন বদলে দেবে সব খেলা

২০২৬ সালের পয়লা জানুয়ারি জ্য়োতিষক্ষেত্রে এক বিরল দশার কথা বলে। গোটা বিশ্বের মানুষ, এই বিরল দশার সাক্ষী থাকতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের ১লা জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরল কিছু গ্রহগত বিন্যাসের কারণে এই দিনটি পুরো বছরের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

পয়লা জানুয়ারিতে বিশ্ব জুড়ে ঘটবে বিরাট ঘটনা, ২০২৬-এর প্রথম দিন বদলে দেবে সব খেলা
| Updated on: Dec 18, 2025 | 8:33 PM
Share

নতুন বছর মানেই জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা। পুরনো বছরকে পিছনে ফেলে, জীবনে নতুন আশার আলো। সেই আশাকে সঙ্গে নিয়ে বেশিরভাগ মানুষ নানা পরিকল্পনা তৈরি করেন। কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন, তার ছক কষতে থাকেন। সাধারণ মানুষের এমন পরিকল্পনাকেই সঠিক আকার দেওয়ার কারণে জ্যোতিষীরাও এই সময়টা কোমর বেঁধে নেমে পড়েন নতুন বছরে গ্রহ-নক্ষত্রের অবস্থান জানার জন্য। জ্যোতিষশাস্ত্র মতে, যে অবস্থান ব্যক্তির জীবনকে অনেকাংশে প্রভাবিত করে। জ্যোতিষরা মনে করছেন, ২০২৬ সালের পয়লা জানুয়ারি জ্য়োতিষক্ষেত্রে এক বিরল দশার কথা বলে। গোটা বিশ্বের মানুষ, এই বিরল দশার সাক্ষী থাকতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের ১লা জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরল কিছু গ্রহগত বিন্যাসের কারণে এই দিনটি পুরো বছরের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যা কিনা আপনার জীবনের খেলা ঘুরিয়ে দিতে পারে।

জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৬ সালের প্রথম দিনে কেবল একটি বা দুটি নয়, বরং ৯ টি অত্যন্ত শুভ যোগের সমাহার ঘটবে। আধ্যাত্মিক সাধনা এবং নতুন কোনও কাজের সূচনার জন্য দিনটি অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। ২০২৬-এর শুরুতে বিরল মহাজাগতিক সংযোগ। ৯টি শুভ যোগে ভাগ্য খুলবে বিশ্ববাসীর!

জ্যোতিষ গণনা অনুযায়ী, ১লা জানুয়ারি ২০২৬-এ সকাল থেকে রাত ১০টা ৪৮ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র বিরাজ করবে। শাস্ত্রে রোহিণী নক্ষত্রকে সুখ, সমৃদ্ধি, প্রগতি এবং সৌন্দর্যের প্রতীক হিসেবে ধরা হয়। এরপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। পাশাপাশি, ১লা জানুয়ারি রাত ১০টা ৪৮ মিনিট থেকে ২রা জানুয়ারি সকাল ৭টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ। জ্যোতিষশাস্ত্রে রয়েছে, রবি যোগ সমস্ত গ্রহদোষ খণ্ডন করতে সক্ষম। এই সময়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করলে বিশেষ সুফল পাওয়া যায়।

শাস্ত্রমতে, ওই দিন সকাল থেকে রাত ১০টা ২২ মিনিট পর্যন্ত মহাদেবের ‘শিববাস’ থাকবে নন্দীর ওপর। জ্যোতিষীদের মতে, এই বিশেষ সময়ে মহাদেবের রুদ্রাভিষেক করা অত্যন্ত ফলদায়ক। এর ফলে ভক্তরা অকল্পনীয় আধ্যাত্মিক শক্তি ও মানসিক শান্তি লাভ করতে পারেন। একাধিক শুভ যোগের উপস্থিতির কারণে ২০২৬ সালের প্রথম দিনটি দেব-দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য শ্রেষ্ঠ সময়। জ্যোতিষ বিশেষজ্ঞদের দাবি, যাঁরা বছরের শুরুতে আধ্যাত্মিক নিয়ম মেনে চলবেন এবং নতুন সংকল্প গ্রহণ করবেন, তাঁদের জন্য গোটা বছরটি অত্যন্ত সফল ও সমৃদ্ধ হবে। বিরল এই গ্রহ-নক্ষত্রের বিন্যাসকে সামনে রেখে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে বিশেষ পুজোর প্রস্তুতির পাশাপাশি নতুন বছরের সূচনালগ্নে পুণ্য লাভের জন্য অপেক্ষায় ধর্মপ্রাণ মানুষ।

জেনে নিন কোন রাশির কপালে কী রয়েছে—

১. মেষ রাশি- বছরের শুরুটা আপনার জন্য উদ্দীপনাময় হবে। রবি যোগের প্রভাবে কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। তবে খরচের দিকে একটু লাগাম টানা প্রয়োজন।

২. বৃষ রাশি – চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছে এবং সাথে রোহিণী নক্ষত্র। আপনার জন্য দিনটি সবথেকে শুভ। মানসিক শান্তি বজায় থাকবে এবং নতুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটিই সেরা সময়।

৩. মিথুন রাশি – আপনার জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। ভ্রমণের যোগ রয়েছে, তবে শরীরের প্রতি যত্ন নিন।

৪. কর্কট রাশি- বন্ধুবান্ধব ও পরিবারের সাথে খুব ভালো সময় কাটবে। আর্থিক লাভের যোগ রয়েছে। পুরনো কোনো অমীমাংসিত কাজ এই দিনে সম্পন্ন হতে পারে।

৫. সিংহ রাশি -রবি যোগের প্রভাবে সামাজিক মান-মর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রশংসা হবে। নতুন বিনিয়োগের জন্য দিনটি শুভ।

৬. কন্যা রাশি -ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরবে। শিববাসের কারণে মহাদেবের আরাধনা করলে আপনার কাজে আসা বাধাগুলো দূর হবে। দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

৭. তুলা রাশি -একটু সাবধানে চলাফেরা করুন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে গবেষণামূলক কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য দিনটি সাফল্য বয়ে আনবে।

৮. বৃশ্চিক রাশি -দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভের মুখ দেখবেন। বছরের প্রথম দিনে কোনো বিশেষ মানুষের সাহায্য পেতে পারেন।

৯. ধনু রাশি- প্রতিযোগিতামূলক কাজে আপনি সফল হবেন। শত্রু পক্ষ পিছু হটবে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখা জরুরি।

১০. মকর রাশি- সন্তানের পক্ষ থেকে ভালো খবর আসতে পারে। শিল্পকলা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্ত শুভ। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে।

১১. কুম্ভ রাশি- গৃহসুখ বাড়বে। বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা নিয়ে আলোচনা করতে পারেন। মায়ের শরীর ভালো থাকবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে।

১২. মীন রাশি- আপনার সাহস ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক উন্নত হবে। আপনার করা পরিশ্রমের পূর্ণ ফল এই বছর থেকে পেতে শুরু করবেন।আপনার জন্য একটি টিপস:যেহেতু এই দিনটি অত্যন্ত শুভ, তাই সকালে স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করুন এবং সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে একটু জলাভিষেক করুন। এটি আপনার পুরো বছরের পজিটিভিটি বজায় রাখতে সাহায্য করবে।