AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন’, বৈঠকের পর মুখ খুললেন রচনা

সাংবাদিকদের মুখোমুখি বলেন, "দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে। আমাদের বিধানসভা বা লোকসভায় যে কোনও সমস্যা হতে পারে, সে ক্ষেত্রে দিদিকে, অভিষেককে মেইল পাঠানো উচিত। সেটাই আমরা পাঠাবো। যেটা অভিষেক বলেছেন সেটা করব। আমাদের সাংসদদের সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে।"

Rachna Banerjee: 'কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন', বৈঠকের পর মুখ খুললেন রচনা
| Edited By: | Updated on: Dec 18, 2025 | 8:01 PM
Share

হুগলি: দলের মত না নিয়ে কোনও কাজ করার আগে ভাবতে হবে। দিল্লিতে গিয়ে সাংসদদের এই পাঠ দিয়ে এসেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যে দলকে না জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন, তাতেই আপত্তি রয়েছে শাসক দলের। সেই বৈঠকের পর এবার মুখ খুললেন হুগলির সাংসদ রচনা।

সাংবাদিকদের মুখোমুখি বলেন, “দলের নির্দেশ যেটা হবে সেটাই আমাদের পালন করতে হবে। আমাদের বিধানসভা বা লোকসভায় যে কোনও সমস্যা হতে পারে, সে ক্ষেত্রে দিদিকে, অভিষেককে মেইল পাঠানো উচিত। সেটাই আমরা পাঠাবো। যেটা অভিষেক বলেছেন সেটা করব। আমাদের সাংসদদের সবাইকেই নির্দেশ দেওয়া হয়েছে।”

ভুলভ্রান্তি সবার মধ্যেই হয়, এমনটাই ব্যাখ্যা রচনার। তিনি বলেন, “কীর্তি দাও একটা ভুল করে ফেলেছেন, সেটা থেকে সবাই সজাগ হয়ে গিয়েছে। আমরা যে কোনও কারণে যদি ভুল করে থাকি সেটা কেউ জেনে করি না।”

রেলমন্ত্রীর সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন রচনা। তিনি জানান, তাঁর সংসদীয় এলাকা ধনেখালি বিধানসভায় ‘বিশ্ব ইজতেমা’ হবে। সেখানে মুসলিম সম্প্রদায় মানুষজন যাতায়াত করবেন। বাইরে থেকে যাঁরা আসবেন তাঁদের সুবিধার জন্য যদি প্লেনের সংখ্যা বাড়ানো যায়, সেই আবেদন করতে গিয়েছিলেন রচনা। বহু মানুষ এমন দাবি জানিয়েছেন বলেও জানান রচনা। ব্যক্তিগতভাবে অভিষেকের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন তিনি।