Tata Electronics Gets 1500 Crore: টাটার কাঁধে ভর করে দাম কমবে iPhone-র? বিনিয়োগ হল আরও দেড় হাজার কোটি
Apple Manufacturing in India: একাংশ তো তেমনটাই মনে করছেন। তবে এই নিয়ে সংস্থা তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানান হয়নি। বর্তমানে ভারতে তৈরির পর বেশির ভাগ অ্য়াপল প্রোডাক্টগুলিকে ইউরোপ এবং আমেরিকায় রফতানি করা হয়। সুতরাং, দাম কমার সম্ভবনা কম বলেই মনে করছেন অনেকে।

নয়াদিল্লি: ভারতের বুকেই তৈরি হবে আরও iPhone। দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করল টাটা গোষ্ঠী। বর্তমানে অ্যাপলের সঙ্গে চুক্তি করে দেশে তিনটি শিল্পগোষ্ঠী iPhone তৈরি করে থাকে। যার মধ্য়ে সবচেয়ে বেশি iPhone তৈরি হয় টাটা ইলেকট্রনিক্সের অধীনে। এবার সেই সংস্থায় আরও দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করল পেরেন্ট কোম্পানি টাটা গোষ্ঠী। গত বছরই এই সংস্থায় ৪ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল টাটা সনস। এবার এক বছরে মাথায় বিনিয়োগ করা হল দেড় হাজার কোটি টাকা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মূলত iPhone-র নির্মাণ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে টাটা গোষ্ঠী। তা হলে কি টাটার হাত ধরে আগের তুলনায় iPhone-এর দামেও কিছুটা পরিবর্তন আসতে চলেছে? একাংশ তো তেমনটাই মনে করছেন। তবে এই নিয়ে সংস্থা তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানান হয়নি। বর্তমানে ভারতে তৈরির পর বেশির ভাগ অ্য়াপল প্রোডাক্টগুলিকে ইউরোপ এবং আমেরিকায় রফতানি করা হয়। সুতরাং, দাম কমার সম্ভবনা কম বলেই মনে করছেন অনেকে।
শুধুই iPhone নয়, সেমিকন্ডাক্টর তৈরিতেও জোর দিচ্ছে টাটা গোষ্ঠী। এই মাসেই চিপ-কোম্পানি ইন্টেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টাটা গোষ্ঠী। চিপ তৈরি থেকে প্যাকেজিং, ইন্টেলের হয়ে সব কাজ করবে টাটা ইলেকট্রনিক্স। এদিন অল্টইনফো গ্রুপের প্রতিষ্ঠাতা মোহিত যাদব বলেন, ‘টাটা গোষ্ঠী, তাঁদের বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে ঠিক কথা। কিন্তু তারপরেও ক্ষতির পরিমাণ যে সম্পূর্ণ ভাবে তাঁরা সামাল দিয়েছে, এমনটা নয়। বরং স্বাভাবিকের তুলনায় এখনও অনেকটাই নীচে রয়েছে এই কোম্পানির শেয়ারের দাম।’
