CM Mamata Banerjee: ‘ভয় পেলে ব্যবসা কীভাবে হবে?’ বিজনেস কনক্লেভের মঞ্চে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
Business Conclave: মমতা আরও বলেন, “আমাদের মেধা উন্নত। মডারেট লাইফ স্কাইল রাজ্য। বাংলা শান্ত রাজ্য। ফেক নিউজ তৈরি করে অনেকে বদনাম তৈরি করে। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি বাংলা সব থেকে শান্ত এলাকা।”
কলকাতা: “বিজনেসম্যানদের সর্বদা এজেন্সি দিয়ে বিরক্ত করা হলে ব্যবসা এগোবে কী করে? তাঁরা তো ভয় পাচ্ছে। শিল্পপতিদের ভয়মুক্তভাবে কাজ করতে দিতে হবে। আমরা শিল্পের জন্য ফ্রিডম চাই।” এদিন বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে এ ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানেই না থেমে তিনি আরও বলেন, “আমাদের মেধা উন্নত। মডারেট লাইফ স্কাইল রাজ্য। বাংলা শান্ত রাজ্য। ফেক নিউজ তৈরি করে অনেকে বদনাম তৈরি করে। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি বাংলা সব থেকে শান্ত এলাকা।”
