AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhya Pradesh News: ‘ছেলেকে আইনজীবী করব’, জেলবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে ‘মা’ হলেন মহিলা!

Madhya Pradesh: তখনই তীব্র যন্ত্রণা শুরু হয় ওই মহিলার। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী জানিয়েছেন, 'তৎক্ষণাৎ আমরা সবাই জড়ো হয়ে যাই। এজলাসে হইচই পড়ে যাই। কেউ কেউ কাপড় ও জলের বোতল নিয়ে আসেন। আদালত চত্বরেই কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁদের ডাকা হয়।'

Madhya Pradesh News: 'ছেলেকে আইনজীবী করব', জেলবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে 'মা' হলেন মহিলা!
আদালতেই মা হলেন মহিলাImage Credit: Tv9 Bharatvarsh
| Updated on: Dec 18, 2025 | 8:40 PM
Share

ভোপাল: জেলবন্দি স্বামী। সপ্তাহ অন্তর থাকত শুনানি। দিন কয়েক আগেই সেই শুনানির খাতিরেই আদালতে গিয়েছিলেন স্ত্রী। তারপর সেই আদালত চত্বরেই মা হলেন তিনি। জন্ম দিলেন এক পুত্র সন্তানের। যা ঘিরে ঢি পড়ল জেলাজুড়ে। এমন বেনজির দৃশ্য়ের সাক্ষী থেকে হতবাক প্রত্যক্ষদর্শীরা।

এই ঘটনা মধ্য প্রদেশের দামোহ জেলা আদালতের। সম্প্রতি সেখানে জেলবন্দি স্বামীর শুনানির জন্য গিয়েছিলেন তাঁর স্ত্রী। নাম স্বপ্না ভাস্কর। নিজের গর্ভবস্থার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ওই শারীরিক অবস্থাতেও স্বামীর জন্য ঘর-আদালত করে বেড়াতে কখনওই ফাঁকি দেননি স্বপ্না। মঙ্গলবারও শুনানির খাতিরে ওই অবস্থাতেই আদালত চত্বরে গিয়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফৌজদারি মামলায় হেফাজতে রয়েছেন তাঁর স্বামী।

তখনই তীব্র যন্ত্রণা শুরু হয় ওই মহিলার। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী জানিয়েছেন, ‘তৎক্ষণাৎ আমরা সবাই জড়ো হয়ে যাই। এজলাসে হইচই পড়ে যাই। কেউ কেউ কাপড় ও জলের বোতল নিয়ে আসেন। আদালত চত্বরেই কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তাঁদের ডাকা হয়।’ স্থগিত হয়ে যায় শুনানি। ওই এজলাসেই নিজের পুত্র সন্তান জন্ম দেন স্বপ্না। এদিন তাঁর বোন জানিয়েছেন, ‘এটা সত্যিই আশ্চর্যজনক। ওরা সুস্থ থাকুক এটাই কামনা। যার জন্ম আদালতে, তাঁকে বড় হয়ে আইনজীবী হতেই হবে। ঈশ্বরও হয়তো এটাই চান।’ প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘এই ঘটনা ভোলার মতো নয়। একেবারেই বেনজির। অন্য কোথাও ঘটেছে বলে জানা নেই। বিচারব্যবস্থার মতো পবিত্র স্থানে ওই’