IIT-র হস্টেল, রাত আড়াইটেয় ছাদে গিয়ে কথা বলছিল মেধাবী পড়ুয়া, হঠাৎ এমন দৃশ্য দেখল সহপাঠী, গায়ে কাঁটা দিচ্ছে সবার

Student Death: জানা গিয়েছে, ওই পড়ুয়া হস্টেলেই থাকত। হঠাৎই শনিবার মাঝ রাতে ছাদ থেকে ঝাঁপ দেয় সে। তাঁকে দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

IIT-র হস্টেল, রাত আড়াইটেয় ছাদে গিয়ে কথা বলছিল মেধাবী পড়ুয়া, হঠাৎ এমন দৃশ্য দেখল সহপাঠী, গায়ে কাঁটা দিচ্ছে সবার
ফাইল চিত্র।Image Credit source: X

|

Aug 02, 2025 | 1:53 PM

মুম্বই: ফের আইআইটি-তে আত্মহত্যা। ছাত্র মৃত্যুতে ফের শোরগোল। একের পর এক আইআইটি পড়ুয়ার মৃত্যুতে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। আজ, শনিবার ফের এক আইআইটি পড়ুয়ার মৃত্যুর খবর সামনে এল।

শনিবার ভোরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, বম্বের এক পড়ুয়া আত্মহত্যা করে। রোহিত সিনহা নামক বছর ছাব্বিশের ওই পড়ুয়া মধ্য রাতে হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

জানা গিয়েছে, ওই পড়ুয়া হস্টেলেই থাকত। হঠাৎই শনিবার মাঝ রাতে ছাদ থেকে ঝাঁপ দেয় সে। তাঁকে দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী এক পড়ুয়ার বয়ান অনুযায়ী, , রাত আড়াইটে নাগাদ ফোনে কথা বলছিল রোহিত। হঠাৎ রোহিত ছাদ থেকে ঝাঁপ দেয়। মেটালর্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্সের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিল ওই যুবক।

মুম্বইয়ের পাওয়াই থানায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত আইআইটি-র তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে বিগত কয়েক মাসে আইআইটি-তে একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।