IIT Delhi: শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই, হস্টেলের বিছানায় পড়ে IIT পড়ুয়ার দেহ
IIT Delhi: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাতে শেষবার খাবার খাওয়ার সময় তাঁকে দেখা গিয়েছে। মঙ্গলবার কোনও পড়ুয়া তাঁকে দেখেননি। বুধবার তাঁকে দেখতে না পেয়েই অন্য পড়ুয়ারা রুমে গিয়ে ডাকাডাকি করেন। তারপরই ঘটনাটি সামনে আসে।

নয়াদিল্লি: হস্টেল থেকে উদ্ধার হল এক আইআইটি পড়ুয়ার দেহ। মৃত পড়ুয়া আইআইটি দিল্লির বায়োমেকানিক্যাল ইঞ্জনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষে পড়তেন। হস্টেলে নিজের রুমে বিছানায় পড়েছিল তাঁর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে রুমে বমি করা হয়েছে। ফলে ওই পড়ুয়ার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে তারা একটি ফোন পায়। ওই পড়ুয়ার রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাঁকে বারবার ডেকেও সাড়া না পাওয়া যায়টি হস্টেল কর্তৃপক্ষ ফোন করেছিল। দমকলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হস্টেলের রুমের দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ।
রুমে ঢুকে পুলিশ দেখে, বিছানায় পড়ে রয়েছেন ওই পড়ুয়া। আইআইটি দিল্লির মেডিক্যাল স্টাফরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার রাতে শেষবার খাবার খাওয়ার সময় তাঁকে দেখা গিয়েছে। মঙ্গলবার কোনও পড়ুয়া তাঁকে দেখেননি। বুধবার তাঁকে দেখতে না পেয়েই অন্য পড়ুয়ারা রুমে গিয়ে ডাকাডাকি করেন। তারপরই ঘটনাটি সামনে আসে।
ফরেনসিক ও ক্রাইম টিম ওই পড়ুয়ার রুমে যায়। মৃতের শরীরে কোনও আঘাত ছিল না। তবে ঘরে বমি করা হয়েছে। অসুস্থতার জেরেই ওই পড়ুয়ার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। অসুস্থ হলে ওই পড়ুয়া সহপাঠীদের কেন তা জানালেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

