Illegal Drone: অক্ষরধাম মন্দিরের মাথার উপর ড্রোন ওড়ালেন বাংলাদেশি মহিলা, তদন্তে নামল পুলিশ

Akshardham Temple: অক্ষরধাম মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর জন্য পুলিশ-প্রশাসনের কাছে কোনও অনুমতি নেননি ওই বাংলাদেশি নাগরিক। ফলে অবৈধ ড্রোনটি দেখা মাত্রই বাজেয়াপ্ত করেছে মান্ডাওয়ালি থানার পুলিশ।

Illegal Drone: অক্ষরধাম মন্দিরের মাথার উপর ড্রোন ওড়ালেন বাংলাদেশি মহিলা, তদন্তে নামল পুলিশ
অক্ষরধাম মন্দিরের মাথায় উড়ল ড্রোন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2023 | 12:53 PM

নয়া দিল্লি: পঞ্জাব বা রাজস্থান সীমান্তে ড্রোন উড়ে আসার ঘটনা আকছার ঘটে। এবার নিশানায় অক্ষরধাম মন্দির! দিল্লি সংলগ্ন অক্ষরধাম মন্দিরের কাছে উড়তে দেখা গেল ‘বেআইনি’ একটি ড্রোন (Drone)। সোমবারের সেই ঘটনা অক্ষরধাম মন্দির (Akshardham Temple) চত্বরে কর্তব্যরত পুলিশকর্মীদের নজর এড়ায়নি। ড্রোনটি দেখা মাত্রই সেটি নামিয়ে বাজেয়াপ্ত করে পুলিশ। এই ড্রোন ওড়ানোর ঘটনায় অভিযোগ উঠেছে এক বাংলাদেশি মহিলার দিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মান্ডাওয়ালি থানার পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই বাংলাদেশি মহিলার নাম মোমো মুস্তাফা। ঢাকার বাসিন্দা ৩৩ বছর বয়সি মোমো পেশায় ফটোগ্রাফার। তিনিই অবৈধভাবে অক্ষরধাম মন্দিরের কাছে ড্রোন ওড়াচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

পুলিশি জেরায় বাংলাদেশি নাগরিক মোমো মুস্তাফা জানিয়েছেন, তাঁর ফটোগ্রাফির ব্যবসা রয়েছে। ব্যবসার কাজেই তিনি ৬ মাসের ভিসায় ভারতে এসেছেন। গত মে মাস থেকে তিনি এদেশে রয়েছেন। ফটোগ্রাফি ব্যবসার জন্যই অক্ষরধাম মন্দিরের কাছে তিনি ড্রোন ওড়াচ্ছিলেন। কিন্তু, অক্ষরধাম মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর জন্য পুলিশ-প্রশাসনের কাছে কোনও অনুমতি নেননি ওই বাংলাদেশি নাগরিক। ফলে অবৈধ ড্রোনটি দেখা মাত্রই বাজেয়াপ্ত করেছে মান্ডাওয়ালি থানার পুলিশ। অবৈধভাবে ড্রোন ওড়ানোয় ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।