Chicken Birthday Party: ধুমধাম করে পালন হল মুরগির জন্মদিন, ভোজ খেলেন ৫০০ লোক!

Viral: ছয় বছর আগে তাঁরা ৫ টাকা দিয়ে একটি মুরগির ছানা কিনেছিলেন। মুরগিটির নাম চিক্কু। আদর-যত্নে বড় করেছেন সেই মুরগিকে। পরিবারের সদস্যের মতোই প্রতিপালন করেন। এতটাই টান তৈরি হয়েছিল ওই মুরগির ছানার প্রতি, যে যেখানেই যেতেন, সঙ্গে নিয়ে যেতেন মুরগিটিকে। 

Chicken Birthday Party: ধুমধাম করে পালন হল মুরগির জন্মদিন, ভোজ খেলেন ৫০০ লোক!
মুরগির জন্মদিনের পার্টি।Image Credit source: Facebook

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 24, 2023 | 4:31 PM

বিশাখাপত্তনম: শুধু মানুষেরই নয়, এখন জন্মদিন পালন হয় পোষ্যেরও। আর হবে নাই বা কেন? তারাও তো পরিবারের সদস্য। সোশ্যাল মিডিয়ায় প্রায়দিনই দেখা যায়, বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালের জন্মদিন পালন করা হচ্ছে ঘটা করে। সম্প্রতিই এক পরিবারকে তাঁদের পোষ্য গরুর জন্মদিন পালন করতে দেখা যায়। তাতে অনেকেই বিস্মিত হয়েছিলেন। এবার আরও এক ধাপ পেরিয়ে বাড়ির মুরগির জন্মদিন পালন করতে দেখা গেল। তাও আবার বাড়িতে ছোট করে উদযাপন নয়, বিরাট বড় আয়োজন করে, ৫০০ লোককে খাইয়ে পালন করা হল মুরগির জন্মদিন।

মুরগির জন্মদিন-অভিনব এই অনুষ্ঠানটি হয়েছে অন্ধ্র প্রদেশের বিশাখা জেলায়। চিমালাপাল্লি গ্রামের বাসিন্দা কোটেশ্বর রাও ও তাঁর স্ত্রী কবিতার দুই সন্তান রয়েছে। ছয় বছর আগে তাঁরা ৫ টাকা দিয়ে একটি মুরগির ছানা কিনেছিলেন। মুরগিটির নাম চিক্কু। আদর-যত্নে বড় করেছেন সেই মুরগিকে। পরিবারের সদস্যের মতোই প্রতিপালন করেন। এতটাই টান তৈরি হয়েছিল ওই মুরগির ছানার প্রতি, যে যেখানেই যেতেন, সঙ্গে নিয়ে যেতেন মুরগিটিকে।  এমনকী, রাতে তাঁদের সঙ্গেই এসি রুমে ঘুমোয় পোষ্য মুরগি।

ওই দম্পতির একটি ইউটিউব চ্য়ানেলও রয়েছে টিগকু নামে। সেই চ্য়ানেলে তাঁরা পোষ্য মুরগিকে নিয়ে একাধিক ভিডিয়োও পোস্ট করেন। সম্প্রতি, ২০ নভেম্বর তাঁরা বিশাল আয়োজন করে পোষ্য মুরগির জন্মদিন পালন করেন। মুরগির জন্য আনা হয় বিশাল কেক। আমন্ত্রণ করে খাওয়ানো হয় ৫০০ লোককে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুরগির জন্মদিনের সেই ভিডিয়ো।