Fraud Call: ৭০ বছরের বৃদ্ধকে ফেসবুকে ভিডিয়ো কল উলঙ্গ যুবতীর, ফোন ধরতেই…

Facebook Fraud Case: জানা গিয়েছে বেঙ্গালুরুর বাসিন্দা আশিক (নাম পরিবর্তিত) কোমল শর্মা নামে এক যুবতীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়। আশিকবাবুর বয়স ৬৯ এর কাছাকাছি। ম্যাসেঞ্জারে চ্যাট করতেন তাঁরা। এরপর ২১ নভেম্বর কোমল ম্যাসেঞ্জারে ভিডিয়ো কল করেন আশিকবাবুকে।

Fraud Call: ৭০ বছরের বৃদ্ধকে ফেসবুকে ভিডিয়ো কল উলঙ্গ যুবতীর, ফোন ধরতেই...
মহিলার ফেক ভিডিয়ো কলImage Credit source: NEWS 24

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2023 | 7:00 AM

বেঙ্গালুরু: কখনও বায়োমেট্রিক ছাপ চুরি করে, কখনও আধার-প্যান জালিয়াতি করে, কখনও বা লিঙ্ক খুলে প্রতারণা নতুন ঘটনা নয়। এবার উলঙ্গ মহিলার ভিডিয়ো কল তুলতেই এক বৃদ্ধ খোয়ালেন এক লক্ষের বেশি টাকা।

জানা গিয়েছে বেঙ্গালুরুর বাসিন্দা আশিক (নাম পরিবর্তিত) কোমল শর্মা নামে এক যুবতীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয়। আশিকবাবুর বয়স ৬৯ এর কাছাকাছি। ম্যাসেঞ্জারে চ্যাট করতেন তাঁরা। এরপর ২১ নভেম্বর কোমল ম্যাসেঞ্জারে ভিডিয়ো কল করেন আশিকবাবুকে। কিন্তু তিনি ফোন কেটে দেন। এরপরও থেমে থাকেননি ওই যুবতী। বারংবার ফোন করতে থাকেন ওই বৃদ্ধকে বলে অভিযোগ।

শেষে ফোন তুলতেই দেখতে পান একজন নগ্ন মহিলার মুখ। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের পোজ দিয়ে বৃদ্ধকে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর আশিকবাবু ওউ মহিলার ফোন কেটে দেন। ঘটনা এখানেই শেষ নয়, কোমল ওই বৃদ্ধকে সেই কথোপকথনের একটি ভিডিয়ো ক্লিপ ও কয়েকটি ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বলে অভিযোগ।

এরপর ওই মহিলা বৃদ্ধর কাছ থেকে প্রায় সাড়ে ৭৬ হাজার টাকার দাবি করেন। বলেন, তিনি যদি সেই টাকা না দেন তাহলে তাঁদের কথোপকথনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। ভয়ের বৃদ্ধ সেই অর্থ দিয়ে দেন। এরপর ফের তাঁর কাছে ৯৪ হাজার টাকা দাবি করা হয়। সেই মতো তিনি দ্বিতীয় দফায় ফের টাকা দেন। এরপর ২৭ নভেম্বর আশিকবাবু থানায় গোটা ঘটনার বিষয়ে জানায়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দৃষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।