নয়া দিল্লি: হাতে আর চার মাসও সময় নেই। লোকসভা নির্বাচনই (Lok Sabha Election 2024) আপাতত পাখির চোখ বিজেপির (BJP)। অর্জুনের মতোই এবারও লক্ষ্যভেদ করতে হবেই। আসন্ন নির্বাচনে ভোটের হারও ঠিক করে দিয়েছেন দলের ‘হেড মাস্টার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার সেই নম্বর অর্জনের জন্য উপায় বাতলে দিলেন বাকি শিক্ষকরা। শনিবার বিজেপির জাতীয় স্তরের নেতাদের নিয়ে বৈঠকের দ্বিতীয় তথা শেষদিন ছিল। এই বৈঠকে প্রধানমন্ত্রী সহ শীর্ষ বিজেপি নেতারা দলীয় কর্মীদের প্রচারের উপরেই বিশেষ জোর দিতে বললেন।
শনিবারের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তাদের লক্ষ্য ৩৫ কোটি ভোট পাওয়া। গত ২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ২২.৯ কোটি। এবার তা ৩৫ কোটি নিয়ে যেতেই হবে। এই লক্ষ্য পূরণের জন্য একটুও সময় নষ্ট না করেই, জোরকদমে প্রচার শুরু করতে হবে।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হবে এই রাম মন্দির। সূত্রের খবর, বিজেপির জাতীয় স্তরের বৈঠকে শীর্ষ নেতারা প্রচারে রাম মন্দিরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সাধারণ মানুষের কাছে রাম মন্দির নিয়ে যথাসম্ভব বেশি তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের। প্রচারের জন্য সোশ্যাল মিডিয়াগুলি ব্যবহার করতে বলা হয়েছে। ফেসবুক, ইন্সটাগ্রামে রিলসে বেশি জোর দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার মূর্তি স্থাপনের সমস্ত মুহূর্তই যেন সোশ্যাল মিডিয়াগুলিতে লাইভ সম্প্রচার করা হয়, তার নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্য থেকে জনগণকে অযোধ্যার রাম মন্দির দর্শনে নিয়ে আসার ব্যবস্থাও করতে বলা হয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, ভোট সংখ্যা বাড়াতে বিজেপি এক নতুন স্ট্রাটেজি পরিকল্পনা করেছে, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি ৭ কোটিরও বেশি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া দলীয় কর্মীরা তো প্রত্যেক দরজা গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করবেই। বুথ স্তরে গিয়ে সমস্ত ভোটারদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে বিজেপি কর্মীদের। তাদের সমস্যা কী, তা জেনে সমাধানের পরামর্শও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে দেশজুড়ে প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মহিলা, যুব প্রজন্ম, কৃষক ও গরিব মানুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেই ৫০ শতাংশের বেশি ভোট অর্জনের লক্ষ্য বিজেপির।