
ভারতের ‘অপারেশন সিঁদুর’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শত্রুর ডিফেন্স সিস্টেমকে তছনছ করতে পারলেই অর্ধেক যুদ্ধজয় সম্পূর্ণ। ইসলামাবাদে মোতায়েন চিনা ডিফেন্স সিস্টেমকে বেকুব বানিয়ে পাক বায়ুসেনা ঘাঁটিকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ভারত। এত গেল ২০২৫-এর কথা, পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে। কিন্তু বেয়াদপ পাকিস্তান কি এরপরেও আবার প্ররোচনা দেবে না? পাকিস্তানের চরিত্র বলছে, দেবে! ভারতের পায়ে পা লাগিয়ে আবার যুদ্ধ করতে আসবে। আর ভবিষ্যতে সেই সব যুদ্ধেও যাতে পাকিস্তানকে একইভাবে নাস্তানাবুদ করা যায়, তার জন্য প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনা। ভারতের নয়া HALE ড্রোন প্রোগ্রাম কেন্দ্রের চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পথে। এখন মনে হতে পারে, ভারত প্রায় রোজদিনই নতুন নতুন ড্রোন বানাচ্ছে ও পরীক্ষা করছে। HALE নিয়ে কেন বাড়তি কথা? তাহলে জেনে নিতে হবে কী বিশেষত্ব রয়েছে এই আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা UAV-র? প্রথমেই বলে রাখা দরকার,...