
করোনা ভাইরাস, নিপা ভাইরাস- একের পর এক সংক্রমণ। এই সমস্ত সংক্রমণের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। ভারতে এই সমস্ত সংক্রমণই ছড়িয়েছে কেরল থেকে। এবার প্রশ্ন হল, কেন হঠাৎ কেরলের কথা আসছে কেন? কারণ সেই রাজ্যে আবার ছড়াচ্ছে এক মারণ সংক্রমণ। ভয়ঙ্কর এক প্যাথোজেন খেয়ে নিচ্ছে মস্তিষ্ক। সঠিক সময়ে যদি সংক্রমণ ধরা না পড়ে, তাহলে মৃত্যু নিশ্চিত। কেরলে ইতিমধ্যেই ৬১ জন আক্রান্ত হয়েছেন ‘ব্রেন ইটিং অ্যামিবা’-এ। মৃত্যু হয়েছে ১৯ জনের। এরপরই সকলের মনে ভয় তৈরি হয়েছে, এই রাজ্যেও ঢুকে পড়বে না তো এই মারণ প্যাথোজেন? কেরলের স্বাস্থ্য দফতর জারি করেছে...