AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: শরীর, প্রেম… কীভাবে ISI-এর চক্রব্যূহে পড়েছিলেন ভারতীয় কূটনীতিক মাধুরী?

EXPLAINED: ছিলেন ভারতীয় কূটনীতিক। হলেন পাকিস্তানের গুপ্তচর। নিজের থেকে অনেক ছোট পাকিস্তানের এজেন্টের প্রেমেও পড়লেন। তাঁকে বিয়ে করতে চাইলেন। ভারতের প্রাক্তন কূটনীতিক মাধুরী গুপ্তার পাকিস্তানের গুপ্তচর হয়ে ওঠার কাহিনি যেন সিনেমার মতো। তাঁকে যেভাবে ধরা হয়, তাও যেন সিনেমার প্লট। কীভাবে পাকিস্তানের চর হয়ে ওঠেন তিনি? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: শরীর, প্রেম... কীভাবে ISI-এর চক্রব্যূহে পড়েছিলেন ভারতীয় কূটনীতিক মাধুরী?
কীভাবে পাকিস্তানের চর হয়ে উঠেছিলেন কূটনীতিক মাধুরী গুপ্তা?Image Credit: TV9 Bangla
| Updated on: May 26, 2025 | 9:38 AM
Share

নয়াদিল্লি: ঘরশত্রু বিভীষণ। সরষের মধ্যে ভূত। ভারতের কূটনীতিকই যখন পাকিস্তানের আইএসআইয়ের হাতে গোপন তথ্য তুলে দেন, তখন তাঁকে কী বলা যায়? পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা-সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করার পর ১৫ বছর আগে ধৃত এক কূটনীতিকের কাহিনি ফের আলোচনার শিরোনামে। ১৫ বছর আগে ধৃত ওই কূটনীতিকের নাম মাধুরী গুপ্তা। ভারতের কূটনীতিক থেকে কীভাবে পাকিস্তানের আইএসআইয়ের গুপ্তচর হয়ে উঠলেন তিনি? কোন প্রলোভনে পা দিয়েছিলেন? কীভাবে ধরা পড়লেন তিনি? ২০১০ সালের এপ্রিলের গোড়ার দিক। তখনও ২৬/১১ মুম্বই হামলার ভয়াবহ স্মৃতি টাটকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি)-র প্রধান তখন রাজীব মাথুর। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে তাঁর কাছে এল একটা...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন