
কলকাতা: ‘বন্ধু’। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বলেই সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর বিশ্বের যেসব রাষ্ট্রনেতা সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্পের শপথগ্রহণে নিজে যেতে পারেননি মোদী। কিন্তু, ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। মোদী যখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে পদক্ষেপ করছেন, তখন গত কয়েকমাসে ট্রাম্পের একের পর এক আলটপকা মন্তব্যে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। এমনকি, রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা বন্ধ না করায় আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ করে দিয়েছেন ট্রাম্প। তার জবাবে মোদী বুঝিয়ে দিয়েছেন, তাঁর কাছে দেশের স্বার্থ সবার আগে। ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি যেমন দৃঢ়ভাবে খারিজ করে দিয়েছেন, তেমনই রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেননি। আবার ট্রাম্পের শুল্কের মোকাবিলায় ভারতীয়দের স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এর বাইরে আন্তর্জাতিক মঞ্চেও বিশ্বের শক্তিশালী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী হয়েছেন। চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে...