Faridabad: সবজি বেচে ৬ মাসে ২১ কোটি রোজগার করলেন বিক্রেতা, কীভাবে জানেন?

Faridabad: উত্তরাখণ্ডের এক পুলিশ অফিসার অঙ্কুশ মিশ্র জানিয়েছেন, কয়েক বছর আগেও ঋষভ সবজি-ফল বিক্রি করতেন। তবে করোনাকালে তাঁর ব্যবসায় চরম ক্ষতি হয়। এরপর ঘরে থেকেই বিভিন্ন কাজ করতে শুরু করেন তিনি।

Faridabad: সবজি বেচে ৬ মাসে ২১ কোটি রোজগার করলেন বিক্রেতা, কীভাবে জানেন?
সবজি বেচে কোটি টাকা রোজগার?Image Credit source: News 18

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2023 | 7:00 AM

ফরিদাবাদ: এক সময়ে সবজি বিক্রি করতেন। সেই সবজি বিক্রেতাই এখন কোটিপতি। গত ছ’মাসে ওই ব্যবসায়ী রোজগার করেছেন ২১ কোটি টাকা। কীভাবে জানেন?

ওই সবজি বিক্রেতার নাম ঋষভ শর্মা। জানা গিয়েছে, তিনি ছ’মাসে রোজগার করেছেন একুশ কোটি। তবে তা একদমই সৎ উপায়ে নয়। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ঠকিয়ে ওই যুবক এতটাকা রোজগার করেছেন। ইতিমধ্যেই, তাঁর বিরুদ্ধে ২৭টি প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও দেশের ১০টি রাজ্য থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখানেই শেষ নয়, আরও ৮৫৫টি মামলায় তাঁর ভূমিকা রয়েছে বলে খবর।

উত্তরাখণ্ডের এক পুলিশ অফিসার অঙ্কুশ মিশ্র জানিয়েছেন, কয়েক বছর আগেও ঋষভ সবজি-ফল বিক্রি করতেন। তবে করোনাকালে তাঁর ব্যবসায় চরম ক্ষতি হয়। এরপর ঘরে থেকেই বিভিন্ন কাজ করতে শুরু করেন তিনি। তখনই ঋষভের যোগাযোগ হয় তাঁর পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়। সেও অনলাইন প্রতারণা কারবারের সঙ্গে যুক্ত। এরপরই শুরু হয় প্রতারণার খেলা। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে ঋষভ ও তার বন্ধু প্রতারণা করে মোট ২১ কোটি টাকা রোজগার করেন। শেষবার উত্তরাখণ্ডের এক ব্যবসায়ী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর গত ২৮ অক্টোবর তাদের গ্রেফতার করে উত্তরাখণ্ড থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রতারণার জন্য ম্যারিয়ট বনভয় নামে একটি জাল ওয়েব সাইট তৈরি করে ঋষভ। সেখানে ওই ব্যবসায়ীর কাছে ম্যাসেজ আসে যে ম্যারিয়ট বনভয় গ্রুপের জন্য কর্মচারি প্রয়োজন। সেই মতো ওই ব্যবসায়ী ফেক লিঙ্ক থেকে অ্যাপ্লাই করেন। এরপরই ধাপে ধাপে তাঁর কাছ থেকে টাকা উধাও হয়ে যায়।