একের পর এক এনকাউন্টার অভিযান উপত্যকায়, ২৪ ঘণ্টায় খতম ৫ জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 08, 2021 | 10:03 AM

Encounter in Jammu Kashmir: বুধবার সকালেই জম্মু-কাশ্মীরের হাণ্ডওয়াড়া জেলায় জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

একের পর এক এনকাউন্টার অভিযান উপত্যকায়, ২৪ ঘণ্টায় খতম ৫ জঙ্গি
ফাইল চিত্র।

Follow Us

জম্মু: উপত্যকায় চলছে একের পর এক এনকাউন্টার অভিযান। গত ২৪ ঘণ্টাতেই একাধিক জায়গায় এনকাউন্টার অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। বুধবার কুলগাম ও পুলওয়ামাতেও জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়।

বুধবার সকালেই জম্মু-কাশ্মীরের হাণ্ডওয়াড়া জেলায় জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীর এক শীর্ষ নেতার মৃত্যু হয়। নিহত ওই জঙ্গির নাম মেহরাজুদ্দিন হালওয়াই আলিয়াস উবেইদ। মেহরাজুদ্দিন উত্তর কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ পরিচালন করত বলে জানা গিয়েছে।

এরপর বেলা গড়াতেই কুলগাম জেলার জ়োদার এলাকাতেও জঙ্গি উপস্থিতির খবর মেলে। সেখানে তল্লাশি অভিযান শুরু করতেই তা নিমেষে গুলির লড়াইয়ে পরিণত হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর দুই লস্কর-ই-তৈবা জঙ্গির দেহ উদ্ধার হয়।

পুলওয়ামার এনকাউন্টারেও দুই জঙ্গি এবং হাণ্ডওয়াড়ার এনকাউন্টারে একজন জঙ্গির মৃত্যু হয়। এদের মধ্যে কেবল দুজন জঙ্গির পরিচয়ই জানা গিয়েছে। হাণ্ডওয়াড়া এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি মেহরাজুদ্দিন হালওয়াই আলিয়াস উবেইদ ও পুলওয়ামা এনকাউন্টারে বুরহান ওয়ানির মৃত্যু হয়েছে। বুরহান দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল বলে জানা গিয়েছে।

একই দিনে তিন জায়গায় এনকাউন্টার অভিযান এবং প্রতিটি অভিযানেই সাফল্য মেলায় খুশি নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন: ইলেকট্রিশিয়ান সেজে বাড়িতে হানা, গোটা পরিবারকে বেঁধে রেখে লক্ষাধিক টাকার গয়না লুঠ দুষ্কৃতীদের

Next Article