AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগামী ১০ বছরে এই সেক্টর আনবে ২০ লক্ষ কোটি টাকা, বিনিয়োগ করলে আপনিও হতে পারেন মালামাল

Travel: ইন্ডিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাসটেনাবিলিটি কনক্লেভ ২০২৫-এ ভিডিয়ো বার্তায় জুলিয়া সিম্পসন বলেন যে পর্যটন ক্ষেত্রে ভারতীয় অর্থনীতি শীঘ্রই বিশ্বে মোট বাণিজ্যের ১০ শতাংশে পৌঁছবে।

আগামী ১০ বছরে এই সেক্টর আনবে ২০ লক্ষ কোটি টাকা, বিনিয়োগ করলে আপনিও হতে পারেন মালামাল
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 17, 2025 | 12:06 PM
Share

নয়া দিল্লি: বাণিজ্য ক্ষেত্রে বিপুল বিস্তার ঘটছে। উঠে আসছে ব্যবসার নতুন নতুন ক্ষেত্র। আগামিদিনে দেশের যে ক্ষেত্রগুলিতে উন্নয়নের বিপুল সুযোগ রয়েছে, তার মধ্যে অন্যতম হল পর্যটন ব্যবসা। আগামী ১০ বছরে দেশের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্ষেত্রে ৭ শতাংশ বৃদ্ধি হতে পারে বলেই জানালেন ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রেসিডেন্ট তথা সিইও জুলিয়া সিম্পসন।

ইন্ডিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাসটেনাবিলিটি কনক্লেভ ২০২৫-এ ভিডিয়ো বার্তায় জুলিয়া সিম্পসন বলেন যে পর্যটন ক্ষেত্রে ভারতীয় অর্থনীতি শীঘ্রই বিশ্বে মোট বাণিজ্যের ১০ শতাংশে পৌঁছবে। তিনি বলেন, “ভারতের অর্থনীতির ৭ শতাংশ পর্যটনের উপরে নির্ভরশীল। বিশ্বে এই সংখ্য়াটা ১০ শতাংশ। যে হারে ভারতে পর্যটন শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে শীঘ্রই ভারত ওই সংখ্যা ছাড়িয় যাবে।”

তিনি আরও বলেন, “ভারতে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের ব্যবসা হবে। আগামী ১০ বছরে ভারতের ট্রাভেল-ট্যুরিজম আরও ৭ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এটা দারুণ সুযোগ।”

দেশের পর্যটন ক্ষেত্রে বিপুল বিনিয়োগের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। তবে পর্যটন ক্ষেত্রে সাসটেনাবিলিটি বা টেকসই পদ্ধতি অনুসরণের দরকার বলেও তিনি মনে করান। জানান, ভারতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ৪.৮ শতাংশই পর্যটন ক্ষেত্র থেকে আসে।  ভারতে কার্বন নিঃসরণ দ্রুত কমানো হচ্ছে।