Nitish Kumar: ‘আর করব না, ভুল হয়েছে…’, ভরা সভায় শাহের কাছে ‘মাথা নত’ নীতীশের

Avra Chattopadhyay |

Mar 30, 2025 | 4:40 PM

Nitish Kumar: রবিবার নির্বাচনের আগেই সে রাজ্যে মোট ৮০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রোজেক্ট শিলান্যাস ও কিছু উদ্বোধনও করলেন তিনি। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে নীতীশের মুখে শোনা গেল তাঁর করা 'ভুলের কথা'।

Nitish Kumar: আর করব না, ভুল হয়েছে..., ভরা সভায় শাহের কাছে মাথা নত নীতীশের
নীতীশ কুমার ও অমিত শাহ
Image Credit source: PTI

Follow Us

পটনা: বিজেপির হাত ছেড়ে ভুল হয়েছে। সামনেই বিহারে নির্বাচন। তার আগেই ‘নিজের পুরনো ভুল’ নিয়ে অমিত শাহের কাছে ‘মাথা নত’ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর কথায়, ‘তিনি একই ভুল দু’বার করে ফেলেছেন।’

শনিবার দু’দিনের সফরে বিহারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নির্বাচনের আগেই সে রাজ্যে মোট ৮০০ কোটি টাকার বেশ কয়েকটি প্রোজেক্ট শিলান্যাস ও কিছু উদ্বোধনও করলেন তিনি। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে নীতীশের মুখে শোনা গেল তাঁর করা ‘ভুলের কথা’।

নীতীশ বললেন, ‘আমি দু’বার একই ভুল করেছি। বিজেপির হাতছাড়া আমার উচিত হয়নি।’ এরপর স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়ে নীতীশ বলেন, ‘এই রকম কাজ আমি আর কখনওই করব না।’ এদিন নীতীশের মুখে উঠে আসে দেশের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেইয়ের কথাও। তিনি বলেন, ‘কে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে জানেন? শ্রদ্ধেয় অটলজি। আমরা এক সঙ্গে অনেক কাজ করেছি।’

নীতীশ কুমারের বিরুদ্ধে বরাবরই ‘ডিগবাজি’ মারার অভিযোগ তুলে থাকেন বিরোধীরা। বছর দু’য়েক আগেই বিজেপির হাত ছেড়ে বিহারে সরকার ফেলে আরজেডি বা লালুর দলের সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার গড়ে তার মাথায় মুখ্যমন্ত্রী হয়ে বসেছিলেন তিনি। নীতীশের অভিযোগ ছিল, বিজেপি নাকি তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে।

এই নতুন সরকার তৈরির পর দেশের বিরোধীদের নিয়ে ইন্ডিয়া জোট গড়ার প্রস্তাব দেন তিনি। কিন্তু সেই জোটে যখন জট পাকাতে শুরু করে, তখন হঠাৎ করেই RJD-এর হাত ছেড়ে আবার বিজেপির সঙ্গে মিলে যান তিনি। নীতীশের এমন কাণ্ড-কারখানা প্রথম নয়। সেই কারণেই রাজনৈতিক মহলে তাঁকে আখ্যান দেওয়া হয় ‘পাল্টুরামের’।

বিহারের বিধানসভা নির্বাচন যখন দোড়গোড়ায়, সেই সময় জল্পনা তৈরি হয় যে বিজেপির সঙ্গে নীতীশের আবার দূরত্ব বেড়েছে। এমনকি, মহারাষ্ট্রের শপথগ্রহণে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, হাজির হননা তিনি। তারপর থেকেই বিহারের বুকে নীতীশের ‘ডিগবাজি’ নিয়ে চড়ছিল জল্পনা। তাতেই এদিন জল ঢাললেন নীতীশ।

Next Article