Black Tiger: ঘুরে আসুন ওড়িশা থেকে, বরাতে থাকলে দেখা মিলবে কালো বাঘের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 25, 2023 | 11:43 AM

Black Tiger Odisa: তবে এই প্রথম নয়, সিমলিপাল জঙ্গলে এই প্রজাতির কালো বাঘের দর্শন এর আগেও দেখা গিয়েছিল। দেশের মধ্যে একমাত্র সিমলিপালেই এই জাতীয় বাঘ দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, কোষের মেলানিনের তারতম্যের জন্য এই বাঘের গায়ের রঙ কৃষ্ণকায়।

Black Tiger: ঘুরে আসুন ওড়িশা থেকে, বরাতে থাকলে দেখা মিলবে কালো বাঘের
ওড়িশার কালো বাঘ
Image Credit source: x handel

Follow Us

ওড়িশা: বাঘ মানেই হলুদ কালো ডোরা কাটা। তাইতো? তবে এবার কিন্তু এক বিচিত্র বাঘের দর্শন মিলল ওড়িশায়। জানা যাচ্ছে, ওড়িশার সিমলিপাল জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই কালো বাঘের ছবি। যা দেখেই হইচই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।

ফরেস্ট অফিসার পারভিন সিমলিপাল নিজের এক্স হ্যান্ডেলে ‘কালো বাঘের’ এই ছবিটি শেয়ার করেছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আপনি কি জানেন সিমলিপালে সিউডো মেলানিস্টিক বাঘ পাওয়া যায়? কোষের মেলানিনের তারতম্যে কারণে এই বাঘগুলির গায়ের রঙ কালো। অত্যন্ত বিরল।’

তবে এই প্রথম নয়, সিমলিপাল জঙ্গলে এই প্রজাতির কালো বাঘের দর্শন এর আগেও দেখা গিয়েছিল। দেশের মধ্যে একমাত্র সিমলিপালেই এই জাতীয় বাঘ দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, কোষের মেলানিনের তারতম্যের জন্য এই বাঘের গায়ের রঙ কৃষ্ণকায়। ডাক্তারি পরিভাষায় এই ধরনের রয়্যাল বেঙ্গল টাইগারকে ‘মেলানিস্টিক’ বলা হয় ৷ বস্তুত, ত্বকে বা চুলে যখন ডার্ক পিগমেন্টেশন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে,তখন তাকে মেলানিস্টিক বলা হয় ৷ উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আবার সিমলিপাল জাতীয় অভয়ারণ্যের গভীরে পড়ে থাকতে দেখা যায় এই কালোর বাঘের মৃতদেহ। নিজেদের মধ্যে লড়াইয়ের জেরেই বাঘটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল বনদফতর।

Next Article