Independence Day Celebration 2025 Live: ষড়যন্ত্র করে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী মোদী

Independence Day Parade 2025 Live Updates: প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবারের থিম রাখা হয়েছে নয়া ভারত।

Independence Day Celebration 2025 Live: ষড়যন্ত্র করে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী মোদী

|

Aug 15, 2025 | 12:03 PM

আজ স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূরণ হল। প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এরপরে রাজপথে হবে স্বাধীনতা দিবসের প্যারেড। এবারের থিম রাখা হয়েছে নয়া ভারত। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেবে ভারত। তারই প্রস্তুতিতে এই উদযাপন, নতুন ভারত গড়ার প্রস্তুতি। এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শোস্টপার হবে অপারেশন সিঁদুর। পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের জবাব দিয়ে ভারত সে দেশে ঢুকে যেভাবে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে, তা-ই তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬টি রাজ্যের পঞ্চায়েত প্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Aug 2025 10:36 AM (IST)

    দেশের যুবসমাজের রুটি-রুজি ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা: প্রধানমন্ত্রী

    • দেশের জনবিন্যাস পরিবর্তনের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। দেশের যুবসমাজের রুটি-রুজি ছিনিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। দেশের মেয়ে বোনদের নিশানা করছে অনুপ্রবেশকারীরা।
    • সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস পাল্টালে সংকট তৈরী হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। দেশের প্রগতি এবং উন্নয়নের ক্ষেত্রে এই অনুপ্রবেশকারীরা অন্যতম বড় সঙ্কট।

  • 15 Aug 2025 09:24 AM (IST)

    ওবেসিটি দেশের বড় সমস্যা

    ওবেসিটি দেশের বড় সমস্যা। প্রতি ৩ জনের ১ জন মোটা হয়ে যাচ্ছেন। মোটা হওয়া কমাতে দেশবাসীকে আহ্বান। খাবারে তেল ১০ শতাংশ কমানোর আবেদন।

  • 15 Aug 2025 09:15 AM (IST)

    কৃষক, মৎসজীবী, পশুপালকদের স্বার্থে কোনও সমঝোতা করবে না

    • পিএম ধনধান্য কৃষি যোজনা শুরু হয়েছে। ভারত কৃষক, মৎসজীবী, পশুপালকদের স্বার্থে কোনও সমঝোতা করবে না। দারিদ্রতা কী, আমি জানি। তাই আমার চেষ্টা থাকে, সরকার ফাইলে নয়, সরকার দেশের নাগরিকদের জীবনে থাক।
    • জনধন অ্যাকাউন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ই ছিল না। আত্মবিশ্বাস এনে দিয়েছে।
    • আয়ুষ্মান ভারতে প্রতিটি প্রবীণ নাগরিক ৫ লক্ষ টাকা বিমা পাচ্ছেন।
    • পিএম আবাস প্রকল্পে ৪ কোটি মানুষ ঘর পেয়েছেন।
    • প্রতিটি প্রকল্প গরিবদের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। ১০ বছরে ২৫ কোটি  মানুষ দারিদ্রসীমা পার করেছেন। নিও-মিডল ক্লাস তৈরি হয়েছে।
  • 15 Aug 2025 09:09 AM (IST)

    প্রথম চাকরিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে

    • স্কিল ডেভেলপমেন্ট, স্বরোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। দেশের যুবপ্রজন্মের জন্যও সুখবর এনেছি। ১ লক্ষ কোটি টাকার যোজনা শুরু করছি। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে আজ থেকে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে। সাড়ে ৩ কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে।
    • নারীশক্তিকে সকলে প্রাধান্য দিচ্ছে। মাতৃশক্তি স্টার্টআপ থেকে স্পেস সেক্টর, খেলার মাঠে ছড়িয়ে রয়েছে, দেশের বিকাশে অংশ হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠী, নমো ড্রোন দিদি নারীশক্তির নতুন পরিচয় হয়ে উঠেছে। আমরা ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর সংকল্প নিয়েছিলাম। সময়ের আগেই সেই লক্ষ্য পার হয়ে যাবে। ইতিমধ্যেই ২ কোটি মহিলা লাখপতি দিদি হয়ে গিয়েছেন।
    • কৃষকরা সবজি উৎপাদনে রেকর্ড ভেঙেছেন গত বছর। কৃষকরা দেশের সামর্থ্য বাড়াচ্ছেন। ভারত দুধ, ডাল উৎপাদনে এক নম্বর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৎস উৎপাদক ভারত। চাল, গম ও সবজি উৎপাদনেও ভারত দ্বিতীয়। ৪ লক্ষ কোটি টাকার অ্যাগ্রো প্রোডাক্ট রফতানি হয়েছে। ফসল বিমার সুবিধা পাচ্ছেন কৃষকরা।
  • 15 Aug 2025 09:03 AM (IST)

    দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম: প্রধানমন্ত্রী

    • ২৫ বছর শাসনের অনুভব থেকে বলছি, কোনও স্বার্থ আমাদের নিজেদের ফাঁসে আটকাতে পারবে না। বহু পরিবর্তন, সংস্কার করেছি। এফডিআই থেকে ইন্সুরেন্স কোম্পানি, ভারতে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় আনা। আমরা বহু আইন সরল করেছি। ২৮০-রও বেশি ধারা সমাপ্ত করা হয়েছে। আয়কর আইন সরলীকরণ করা হয়েছে। ১২ লাখ পর্যন্ত আয়ে করছাড় দেওয়া হয়েছে। কেউ কল্পনাও করতে পারত না।
    •  ইংরেজদের দণ্ড সংহিতায় আটকে ছিলাম আমরা। শাস্তির ভয় দেখানো হত। আমরা ন্যায় সংহিতা এনেছি। দেশের নাগরিকদের যাতে অনাবশ্যক আইনে জেলে না ভরা হয়, তার জন্য কাজ করছি।
    • দিওয়ালিতে বড় উপহার পাবেন আমরা। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে। সামান্য পণ্যে যে করের বোঝা ছিল, তা অনেকটা কমিয়ে দেওয়া হবে। অনেক উপকার হবে এমএসএমই-তে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হয়ে যাবে। দেশবাসীর সুবিধা হবে।
    • আজ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনও করব। আমি লালকেল্লা থেকেই ই খবর শোনাব আপনাদের।
    • আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। অর্থনীতি মজবুত রয়েছে। মাক্রো-ইকোনমিও মজবুত রয়েছে।  দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাই এগিয়ে আসুন।

     

  • 15 Aug 2025 08:43 AM (IST)

    ভোকাল ফর লোকালের ডাক প্রধানমন্ত্রীর

    • লাখ লাখ স্টার্টআপ কাজ করছে। মুদ্রা যোজনায় ঋণ নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করছে। আত্মনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে।
    • মহিলা স্বনির্ভর গোষ্ঠী বিগত ১০ বছরে বিপ্লব ঘটিয়েছে। বিদেশেও রফতানি হচ্ছে তাদের পণ্য।
    • মন কি বাতে আমি এমনিই বলেছিলাম যে বিদেশ থেকে খেলনা আমদানি করতে হয়। আজ ভারত বিদেশে খেলনা রফতানি করছে।
    • আপনারা আইডিয়া দিন। হতে পারে তা আগামিদিনের ভবিষ্যৎ হবে। সরকারকে পরামর্শ দিন। ২০৪৭ সাল বেশি দূরে নয়। এক একটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, তা নষ্ট করা যাবে না। সরকার সঙ্গে থাকলে, আমরা সঙ্গে থাকলে আমরা নয়া ইতিহাস তৈরি করব।
    • এমএসএমই-তেও উন্নতি হচ্ছে। আগেও লালকেল্লা থেকে বলেছিলাম, জিরো ডিফেক্ট। বিশ্বের কাছে ভারতের পণ্যের গুণ তুলে ধরতে হবে। কীভাবে কম খরচে টেকসই পণ্য তৈরি করতে হয়, তা শেখাতে হবে।
    • ১৪০ কোটি দেশবাসীর একটাই মন্ত্র হওয়া উচিত, সমৃদ্ধ ভারত। ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত গড়তে হবে। সবাইকে অনুরোধ করছি, সাহায্য করুন। ভারত সবার, সবাই মিলে ভোকাল ফর লোকাল-কে জীবনের মন্ত্র বানাই।
  • 15 Aug 2025 08:33 AM (IST)

    মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট তৈরির ডাক প্রধানমন্ত্রীর

    • শুভাংশু শুল্কা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরত এসেছেন। কিছুদিনেই ভারতে আসবেন। ভারত গগনযানের প্রস্তুতি নিচ্ছে। নিজস্ব স্পেস স্টেশন তৈরির লক্ষ্যে কাজ করছে। ৩০০-রও বেশি স্টার্টআপ স্পেস মিশনে কাজ করছে।
    • ২০৪৭ সালে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ পূরণ করবে, তখন ১৪০ কোটি ভারতবাসী দেখবে দেশ কতটা উন্নত হয়েছে, আত্মনির্ভর হয়েছে। লালকেল্লা থেকে দাঁড়িয়ে আমি যুব, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার সহ সকলকে আহ্বান জানাচ্ছি মেড ইন ইন্ডিয়া ফাইটার জেটের জন্য নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন থাকা চাই।
    • ফার্মাতে আমরা এগিয়ে। ভ্যাকসিন তৈরি হচ্ছে। তবে রিসার্চ ডেভেলপমেন্টে কাজ হোক। নিজস্ব পেটেন্ট হোক। বায়ো-৩ পলিসির মাধ্যমে দেশের ভাগ্য বদলে দিন।
    • অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সব কিছু আমাদের হওয়া উচিত। আজ দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার রমরমা। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম কেন থাকবে না?
    • ইউপিআই গোটা বিশ্বকে অবাক করেছে। আমাদের ক্ষমতা রয়েছে, যুব প্রজন্ম করে দেখাক।
    • সারের জন্য নির্ভরশীল থাকতে হয়। কৃষকরা নিজেদের সার তৈরি করতে পারেন। আমরা নতুন নতুন পদ্ধতি খুঁজে, নিজস্ব সার তৈরি করি।
    • আগামী যুগ ইভির। আমরা ইভির ব্যাটারি বানাব না? নব প্রজন্মের উপরে আমার ভরসা আছে। কোভিডকালে নিজস্ব ভ্যাকসিন, কো-উইন প্ল্যাটফর্ম তৈরি করে দেখিয়েছে। আমাদের নিজেদের সেরা টা দিতে হবে।
  • 15 Aug 2025 08:24 AM (IST)

    আমরা সমুদ্র মন্থনের দিকে যাচ্ছি

    • বিশ্ব বিশ্বায়ন নিয়ে চিন্তা করছে। আমরা বলতে চাই, দেশবাসীর প্রচেষ্টায় যে লক্ষ্য ২০৩০ সালে স্থির করা হয়েছিল, ক্লিন এনার্জি উৎপাদনের ৫০ শতাংশ ২০২৫ সালেই পূরণ হয়ে গিয়েছে।
    • পেট্রোল, ডিজেল আমদানি করতে প্রচুর খরচ হয়। এই অর্থ যদি শক্তির উপরে নির্ভরশীল না হই, তাহলে সেই অর্থ কৃষকদের কল্য়াণে, দারিদ্রতা দূর করতে কাজে লাগত।
    • দেশকে বিকশিত করতে আমরা সমুদ্র মন্থনের দিকে যাচ্ছি। তেল, গ্যাসের খোঁজে মিশন মোডে কাজ করছে। ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশন শুরু করছে।
    • গোটা বিশ্ব ক্রিটিকাল মিনারেল নিয়ে সতর্ক হয়েছে। আমাদের এক্ষেত্রেও আত্মনির্ভর হতে হবে। এই জন্য ন্যাশনাল ক্রিটিকাল মিশন শুরু করা হয়েছে। ১২০০-রও বেশি জায়গায় খোঁজ চলছে।
  • 15 Aug 2025 08:17 AM (IST)

    এই বছরের শেষের মধ্যেই ভারতে তৈরি সেমিকন্ডাক্টর চিপস তৈরি হবে

    • একবিংশ শতক প্রযুক্তির সময়। যে যে দেশ প্রযুক্তিতে উন্নতি করেছে, তারাই সাফল্য, বিকাশ ও আর্থিক শক্তির শীর্ষে পৌঁছেছে। সেমি কন্ডাক্টর নিয়ে কোনও সরকার আলোচনা করতে রাজি হবে না, কিন্তু যুবসমাজের জানা দরকার। ৫০-৬০ বছর আগেই সেমিকন্ডাক্টরের ভাবনা করা হয়েছিল। সেই কাজ আটকে যায়। ভ্রূণেই হত্যা করা হয় সেমিকন্ডাক্টরের ধারণাকে।
    • আজ আমরা দ্রুতগতিতে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছি। ৬টি ইউনিট তৈরি হচ্ছে। এই বছরের শেষের মধ্যেই ভারতে তৈরি চিপস তৈরি হয়ে যাবে।
    • আমরা এনার্জির জন্য অনেক দেশের উপরে নির্ভরশীল। লাখ লাখ কোটি টাকা খরচ করে আনা হয়। আমরা ১১ বছরে ১৬টি এনার্জি হাব তৈরি হয়েছে। নতুন নতুন বাঁধ তৈরি করা হচ্ছে, যাতে হাইড্রো শক্তির বৃদ্ধি হয়, ক্লিন এনার্জি তৈরি হয়। ভারত নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করছে। ২০৪৭ সালের মধ্যে আমরা পরমাণু ক্ষমতা ১০ গুণ বাড়িয়ে দেব।
  • 15 Aug 2025 08:10 AM (IST)

    মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই সেনা পরাক্রম দেখিয়েছে: মোদী

    • দেশের স্বাধীনতার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছেন। তাদের মনে একটাই অনুভূতি ছিল, আত্মসম্মান। গুলামি আমাদের নির্ধন, নির্ভরশীল করে দিয়েছিল। সবাই জানেন, স্বাধীনতার পর কোটি কোটি মানুষের পেট ভরা কতটা কঠিন ছিল। দেশের কৃষকরাই পেট ভরিয়েছেন। বিকশিত ভারতের ভীতও আত্মনির্ভর ভারত।
    • নির্ভরতার অভ্যাস হয়ে গেলে তা দুর্ভাগ্যজনক। এই জন্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হয় আত্মনির্ভর থাকার জন্য। এটা শুধু রুপি, ডলারে সীমাবদ্ধ নয়। আত্মনির্ভরতা আমাদের সামর্থ্যের সঙ্গে যুক্ত। তাই আমাদের সামর্থ্য রক্ষা করতে আত্মনির্ভর হওয়া খুব জরুরি।
    • অপারেশন সিঁদুরে আমরা মেড ইন ইন্ডিয়ার কামাল দেখেছি। শত্রুরা বুঝতেও পারেনি কোন অস্ত্র তাদের ধ্বংস করছে। ভাবুন তো, আমরা আত্মনির্ভর না হলে কী এত বড় মাপে অপারেশন সিঁদুর করতে পারতাম? অন্যের উপরে নির্ভরশীল থাকতে হত যে কে, কবে অস্ত্র দেবে। মেড ইন ইন্ডিয়া অস্ত্র সেনার হাতে ছিল বলেই বিনা বাধায় সেনা পরাক্রম দেখিয়েছে।
    • বিগত ১০ বছর ধরে আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছি। তার প্রমাণও মিলেছে।
  • 15 Aug 2025 07:57 AM (IST)

    পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না ভারত: প্রধানমন্ত্রী

    • বহু দশক ধরে আমাদের দেশ সন্ত্রাসবাদ সহ্য করেছে। এখন আমরা নিউ নর্মাল তৈরি করেছি। সন্ত্রাসবাদী ও তাদের পোষণ করে যারা, তাদের আলাদা করে দেখব না। এরা সবাই মানবতার শত্রু, এদের মধ্যে কোনও ফারাক নেই।
    • ভারত স্থির করে নিয়েছে যে পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। আগামিদিনেও শত্রুরা যদি এমন কোনও চেষ্টা করে, তবে সেনাই স্থির করবে কখন, কীভাবে জবাব দেওয়া হবে। আমরা পাল্টা জবাব দেব।
    • ভারত স্থির করে নিয়েছে, রক্ত ও জল একসঙ্গে বইবে না। সিন্ধুর জলচুক্তি কতটা অন্যায়ের, কতটা একতরফা, তা দেশবাসী জেনেছে। ভারতের জল শত্রুদের ক্ষেতে যাচ্ছে আর ভারতের কৃষক জলকষ্ট পাচ্ছে। কৃষকদের অকল্পনীয় ক্ষতি হয়েছে। ভারতের অধিকারের জল, এই জলে অধিকার শুধু দেশের কৃষকদের। আর সহ্য করা হবে না। কৃষকদের জন্য, রাষ্ট্রের জন্য এই সমঝোতা আমরা মানব না।
  • 15 Aug 2025 07:52 AM (IST)

    আক্রোশের প্রকাশ অপারেশন সিঁদুর: প্রধানমন্ত্রী মোদী

    • প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। বিগত কিছুদিনে নানা প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। রাজ্য ও কেন্দ্র সরকার মিলে উদ্ধার ও পুনর্বাসনের কাজ করছে।
    • আজ ১৫ অগস্টের এক বিশেষ মাহাত্ব্য দেখছি। অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের স্যালুট করার সুযোগ পেয়েছি। বীর, সাহসী সেনা শত্রুদের তাদের কল্পনারও অতীত শাস্তি দিয়েছে।
    • পহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা সীমান্তের ওপার থেকে এসে হত্যালীলা চালিয়েছে, ধর্ম জেনে হত্যা করেছে, স্ত্রী-সন্তানদের সামনে হত্যা করেছে, ভারতবাসীর মন ক্রোধে ভরা ছিল। অপারেশন সিঁদুর ওই আক্রোশের প্রকাশ।
    • ২২ তারিখের পর আমরা সেনাকে খোলাছুট দিয়েছিলাম। লক্ষ্য তারাই নির্ধারণ করুক, সময়ও তারা নির্ধার করুক। আমাদের সেনা তা করে দেখিয়েছে। যা বহু দশক মনে থাকবে। শত্রুদের মাটিতে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ঘুম ভেঙেছে। পাকিস্তানে হওয়া ধ্বংসলীলা এতটাই বড় ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে।
  • 15 Aug 2025 07:46 AM (IST)

    সংবিধানের জন্য প্রথম বলিদান দিয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ: প্রধানমন্ত্রী

    ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। দেশের আকাক্ষ্মা তখন উড়ান শুরু করেছিল, কিন্তু প্রতিবন্ধকতা-চ্যালেঞ্জ অনেক বেশি ছিল। সেই সময় সংবিধান সভার সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, ভারতের সংবিধান তৈরি করা হয়েছিল। ৭৫ বছর ধরে সংবিধান আমাদের পথপ্রদর্শক। ডঃ রাজেন্দ্র প্রসাদ, বাবা আম্বেদকর, জওহরলাল নেহরু, সর্বপল্লী রাধাকৃষ্ণণ সহ অনেকে সংবিধান তৈরিতে ভূমিকা পালন করেছিলেন। আজ লালকেল্লা থেকে তাদের সকলকে প্রণাম জানাই। আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জয়ন্তীও পালন করছি। তিনি সংবিধানের জন্য প্রথম বলিদান দিয়েছিলেন। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছি, সম্মান দিয়েছি।

  • 15 Aug 2025 07:41 AM (IST)

    ১৪০ কোটি দেশবাসী আজ তিরঙ্গার রঙে রঙিন: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রিয় দেশবাসী, আজাদির এই পর্ব ১৪০ কোটি মানুষের সংকল্প, গৌরবের মুুহূর্ত। দেশ একতার ভাবনাকে নিরন্তর মজবুত করছে। ১৪০ কোটি দেশবাসী আজ তিরঙ্গার রঙে রঙিন। ভারতের প্রতিটি কেণায়, তা মরুভূমি থেকে হিমালয় চূড়া, সমুদ্রের পাড় থেকে কৃষিজমি- সবজায়গা থেকে একটাই রব উঠছে, আমাদের প্রাণের চেয়েও প্রিয় মাতৃভূমির জয়গান।”

  • 15 Aug 2025 07:32 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

    লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার দুটি হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছে।

  • 15 Aug 2025 07:28 AM (IST)

    লালকেল্লায় প্রধানমন্ত্রী

     

  • 15 Aug 2025 07:28 AM (IST)

    পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা

    লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনা।

  • 15 Aug 2025 07:26 AM (IST)

    লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    রাজঘাট থেকে লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন সেনা প্রধান।

  • 15 Aug 2025 07:17 AM (IST)

    মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

    রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 15 Aug 2025 07:15 AM (IST)

    প্রধানমন্ত্রী শুভেচ্ছা

    স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী।

     

  • 15 Aug 2025 07:09 AM (IST)

    রাজঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী

    রাজঘাটে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি।

  • 15 Aug 2025 07:07 AM (IST)

    লালকেল্লা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    সকাল সাড়ে ৭টায় লালকেল্লা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।