Independence Day 2023: ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা পেয়েছিল ভারত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 12, 2023 | 11:00 AM

১৯৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদৌল্লা পরাজিত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এর পর থেকেই ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত।

Independence Day 2023: ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা পেয়েছিল ভারত
ভারতের স্বাধীনতা উদযাপন। ফাইল ছবি।

Follow Us

নয়াদিল্লি: ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। তার পর থেকে এই দিনটিতে সারা দেশ জুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস। প্রায় দুই শতকের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন সহজে হয়নি। বহু প্রাণ বলিদান, আত্মত্যাগ ও লড়াইয়ের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে দেশ।

১৯৫৭ সালে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদৌল্লা পরাজিত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এর পর থেকেই ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত। এর পর একে একে দেশের বিভিন্ন প্রান্তের শাসন নিজেদের কুক্ষিগত করে ব্রিটিশরা। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে একাধিক যুদ্ধ, আন্দোলন হয়েছে। ১৮৫৭ সালে হয় সিপাহী বিদ্রোহ। ইতিহাসবিদরা এই যুদ্ধকেই প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে থাকেন। ব্যর্থ হলেও এই যুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভারতকে বিদেশীশাসন থেকে মুক্ত করতে প্রেরণা দিয়েছিল এই যুদ্ধ।

এর পর একের পর এক বিদ্রোহ হয় দেশ জুড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নীলচাষীদের বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছিলেন বাংলার কৃষকরা। ১৯০০ সালের পর থেকে একের পর এক বিল্পবী সংস্থা সশস্ত্র বিপ্লব করে। ইংরেজও তা দমনে নির্মম অত্যাচার চালায়। এই লড়াইয়ে বাংলার বিপ্লবীরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। অসহযোগ, ভারত ছাড়োর মতো আন্দোলনও সংঘঠিত হয়েছিল। ধীরে ধীরে তার তীব্রতা বাড়তে থাকে। শেষমেশ ভারত থেকে চলে যেতে বাধ্য হয় ব্রিটিশরা। দীর্ঘ ২০০ বছরের অত্যাচারের অবসান হয়। স্বাধীন হয় ভারতবর্ষ। ভারত স্বাধীন হলেও সাম্প্রদায়িক হিংসার বীজ বুনতে সক্ষম হয়েছিল ব্রিটিশরা। যার জেরে দেশ ভাগ হয়। ভারতের অংশ ভেঙে জন্ম নেয় পাকিস্তান।

Next Article
Rapido Ride: র‌্যাপিডো বুক করায় এল রয়্যাল এনফিল্ড! চালকের ‘স্টেটাস’ শুনে চোখ কপালে ইঞ্জিনিয়ারের
PM Narendra Modi: ‘তৃণমূলের জুলুমবাজির সাক্ষী গোটা দেশ’, পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে সরব মোদী