INDIA Alliance: SIR নিয়ে আজ নির্বাচন কমিশনের দফতর ঘেরাও ইন্ডিয়া জোটের, তার আগেই ডাক পড়ল কমিশন থেকে

Opposition Parties: আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন বিরোধী সাংসদদের সাক্ষাতের জন্য ডেকেছে। উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ৩০ জন সাংসদ।

INDIA Alliance: SIR নিয়ে আজ নির্বাচন কমিশনের দফতর ঘেরাও ইন্ডিয়া জোটের, তার আগেই ডাক পড়ল কমিশন থেকে
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 11, 2025 | 11:05 AM

নয়া দিল্লি: ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিস্তর অভিযোগ বিরোধী দলগুলির। সেই নিয়েই আজ জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বিরোধী সাংসদরা। তার আগেই বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হল নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, আজ দুপুর ১২টায় নির্বাচন কমিশন বিরোধী সাংসদদের সাক্ষাতের জন্য ডেকেছে। উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ৩০ জন সাংসদ। কংগ্রেসের তরফেই নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছিল। তার প্রেক্ষিতেই কংগ্রেস নেতা জয়রাম রমেশকে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের সচিব অশ্বিনীকুমার মোহল।

তবে কী কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এসআইআর নিয়ে আপত্তি, একাধিক রাজ্যে ভোট-চুরির যে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সেই বিষয়ে আলোচনা হতে পারে বলে অনুমান।

এসআইআর নিয়ে প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। ইন্ডিয়া জোটের বাকি সাংসদরাও সেই প্রস্তাবে রাজি হয়। ঠিক করা হয়, আজ, সোমবার ১১ অগস্ট নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত মিছিল করে যাবেন এবং অবস্থান বিক্ষোভে বসবেন।

সকাল ১১টায় সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোট। এরপর সকাল সাড়ে ১১টায় সংসদের মকরদ্বারের সামনে জমা হবে ইন্ডিয়া জোটের ২০০ সাংসদ। সকলে মিলে মিছিল করে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত যাবেন। যদিও, গতকালই দিল্লি পুলিশ জানিয়েছিল, তারা এই মিছিলে অনুমতি দেয়নি।

প্রসঙ্গত, এসআইআরের বিরোধিতায় শান দেওয়া হচ্ছে মাতৃভাষাতেও। বিরোধী সাংসদরা বিভিন্ন ভাষায় প্ল্যাকার্ড নিয়ে যাবেন। বাংলা,হিন্দি, ইংরেজি, তামিল, মারাঠি, মালয়ালম ভাষায় প্ল্যাকার্ড দেখা যাবে ইন্ডিয়া জোটের এই কর্মসূচিতে।