মুম্বই: তৃতীয় বৈঠকে বসেছে ইন্ডিয়া জোট (INDIA)। তবে বৈঠক শুরুর আগেই বড় ধাক্কা বিরোধী জোটে। লোগো (Logo) বা প্রতীক ঘিরে তৈরি ব্য়াপক অনিশ্চয়তা। আজ, শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠক শুরুর আগেই উন্মোচন করার কথা ছিল ইন্ডিয়া জোটের একটি নির্দিষ্ট প্রতীকের। কিন্তু তা নির্ধারিত সময়ে প্রকাশ করা হল না। এরপরই জল্পনা শুরু হয় যে লোগো উন্মোচন স্থগিত করে দিতে পারে ইন্ডিয়া জোট।
জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের লোগো প্রকাশ ঘিরে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। লোগো বা প্রতীকের কী ট্যাগলাইন লেখা হবে, তা নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে। জোটসঙ্গীদের মধ্যে প্রতীক নিয়ে বিরোধ তৈরি হয়েছে। তার জেরেই লোগো বা প্রতীক উন্মোচন পিছিয়ে যাচ্ছে।
এই বিষয়ে শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত বলেন, “প্রতীক উন্মোচন বাতিল করা হয়নি, তা পিছিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে”। কেন পিছিয়ে দেওয়া হল লোগো উন্মোচন, সেই বিষয়ে সঞ্জয় রাউত বলেন, “কয়েকজন নেতা লোগোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা, প্রতিটি দলেরই নিজস্ব একটি প্রতীক রয়েছে। তাহলে আবার জোটের প্রতীকের প্রয়োজন কীসের?”
আপাতত ইন্ডিয়া জোট আসন ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরেই বিশেষ জোর দেওয়া হবে। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইন্ডিয়া জোট। আজকের বৈঠকে ইন্ডিয়া জোটের একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হতে পারে। রাজ্য ও কেন্দ্রীয়- দুই স্তরে এই কমিটি গঠন করা হবে। এর জন্য জোটসঙ্গী সমস্ত দলকে তাদের প্রতিনিধির নামও সুপারিশ করতে বলা হয়েছে।
সূত্রের খবর, ইন্ডিয়া জোট আজকের বৈঠকে একাধিক কমিটি বা গ্রুপ তৈরি করবে। প্রতিটি গ্রুপের আলাদা দায়িত্ব থাকবে। জোটের সদস্য়রা যাতে ভিন্ন ভিন্ন কথা না বলেন, তার জন্য় মুখপাত্রও বাছাই করা হবে।
অপর একটি সূত্রে খবর, কেন্দ্রের তরফে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই জন্য বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর। সেই বিষয়টি নজরে রেখেই আপাতত লোগো উন্মোচনের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে।