Parliament Today: বাংলায় বক্তৃতা দিতে পারেন অভিষেক, ‘ইন্ডিয়া’র সুর এক রাখতে হবে বৈঠকও

Parliament Today: এদিন মূলত অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হতে চলেছে। সরকারকে বিঁধতে সেই দিকেই চোখ রেখেছে কংগ্রেসও। তোলা হবে ডোনাল্ড ট্রাম্পের 'নাক গলানোর' মতো সমস্যাগুলিও।

Parliament Today: বাংলায় বক্তৃতা দিতে পারেন অভিষেক, ইন্ডিয়ার সুর এক রাখতে হবে বৈঠকও
Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Jul 28, 2025 | 9:25 AM

নয়াদিল্লি: জোটের মধ্যেই ভিন্ন সুর কি চলে? প্রসঙ্গ যখন কেন্দ্র কোণঠাসা করার সেই মুহূর্তে বিভিন্ন শরিকদের মুখে ভিন্ন ইস্যু থাকলে সংসদে জমি তৈরি ‘অসম্ভব’। তাই অধিবেশনের আগেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের শরিক দলের সংসদীয় নেতারা।

সম্প্রতি সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সোমবার লোকসভায় ১৬ ঘণ্টা অধিবেশনের কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু। সেই ভিত্তিতে এদিন অপারেশন সিঁদুর নিয়ে মূলত আলোচনা হতে চলেছে। সরকারকে বিঁধতে সেই দিকেই চোখ রেখেছে কংগ্রেসও। তোলা হবে ডোনাল্ড ট্রাম্পের ‘নাক গলানোর’ মতো সমস্যাগুলিও।

কিন্তু কংগ্রেস যখন অপারেশন সিঁদুরেই নিজেদের ফোকাস রাখতে মরিয়া, সেই আবহে আঞ্চলিক দলগুলি, বিশেষ করে আরজেডি এবং তৃণমূল কংগ্রেস আসর সাজাতে চলেছে SIR ইস্যুতে। বিহারে চলা ভোটার সমীক্ষা ও আগামীতে বাংলায় হওয়ার প্রবল সম্ভবনা এই ব্যাপারটাকেই হাতিয়ার করতে চলেছে তারা। যে কারণে খানিকটা ইস্যু ভিত্তিক অভিমুখ একমুখী না থাকার কারণে সংসদে চাপে পড়তে পারে ইন্ডিয়া ব্লক, আশঙ্কা কংগ্রেসের। আর সেই আশঙ্কা থেকেই ডেকেছে বৈঠক।

তবে SIR বা ভোটার সমীক্ষার ইস্যুকে একেবারে যে ফেলে দিচ্ছে কংগ্রেস এমনটা নয়। সম্প্রতি হওয়া ইন্ডিয়া ব্লকের ভার্চুয়াল বৈঠকেও এই প্রসঙ্গে সুর চড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জোট। সেই সূত্র ধরেই সোমবার সকাল দশটা নাগাদ সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন বিরোধীরা। পাল্টা বিক্ষোভের পরিকল্পনা করছে NDA জোটও।

উল্লেখ্য, এদিনের লোকসভা অধিবেশন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জোটের সঙ্গে হাত মিলিয়ে অধিবেশনে যোগ দিতে পারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। বাংলাতেই নিয়ে বক্তৃতা দেবেন তিনি।