AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Forecast: এপ্রিলের গরমেই কাহিল? মে মাসে আরও ভয়াবহ হবে আবহাওয়া! তাপপ্রবাহ নিয়ে জারি বিশেষ সতর্কতা

Heatwave Warning in May:,গোটা এপ্রিল মাস জুড়েই যে দাবদাহের জ্বালা সহ্য় করতে হয়েছে সাধারণ মানুষকে, তা মে মাসেও জারি থাকবে বলেই জানানো হয়েছে। দেশের বেশ কিছু জায়গায়, মূলত পূর্ব ও মধ্য ভারতে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির গণ্ডিতে ঘোরাফেরা করবে।

Weather Forecast: এপ্রিলের গরমেই কাহিল? মে মাসে আরও ভয়াবহ হবে আবহাওয়া! তাপপ্রবাহ নিয়ে জারি বিশেষ সতর্কতা
মে মাসে আরও বাড়তে চলেছে গরম। ছবি:PTI
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 8:23 AM
Share

নয়া দিল্লি: এপ্রিলেই যা গরম পড়েছে, তাতে আগামী দু-এক মাসে কী হতে চলেছে, তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন কয়েক আগেও সকাল ৮টা-৯টা থেকেই চাঁদিফাটা রোদে বাড়ি থেকে বেরনো দায় হয়ে উঠছিল। বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি (Rainfall) নামায় তাও কিছুটা স্বস্তি মিলেছে। তবে নতুন মাস পড়তেই ফের তীব্র গরমেই কষ্ট পেতে হবে দেশবাসীকে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের(Weather Office)। অন্য়ান্য বছরের তুলনায় এ বছর মে মাসে বেশি গরম থাকবে বলেই জানা গিয়েছে। তাপমাত্রাও ৪০ থেকে ৫০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে পূর্ব থেকে মধ্য ভারতের একাধিক রাজ্যে।    

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য় ও পূর্বাঞ্চলে আগামী এক মাস তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলও এবার স্বাভাবিকের তুলনায় বেশি গরম আবহাওয়া পাবে বলেই জানানো হয়েছে। ফের একবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তবে উত্তর-পশ্চিম ও মধ্য়-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকই থাকবে বলে জানা গিয়েছে।

গোটা এপ্রিল মাস জুড়েই যে দাবদাহের জ্বালা সহ্য় করতে হয়েছে সাধারণ মানুষকে, তা মে মাসেও জারি থাকবে বলেই জানানো হয়েছে। দেশের বেশ কিছু জায়গায়, মূলত পূর্ব ও মধ্য ভারতে তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রির গণ্ডিতে ঘোরাফেরা করবে। এই অত্য়াধিক গরমের কারণে একদিকে যেমন বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার উপরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে, তেমনই দেশের অর্থনীতিতে প্রভাব এবং সাধারণ মানুষের মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পরিবেশ ও অর্থনীতি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাপমাত্রার ওঠানামার সঙ্গে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়ে। তাপপ্রবাহ এড়াতে সর্বক্ষণ ফ্য়ান, এসি চালানোর জন্য হঠাৎ করেই বাড়তে থাকে বিদ্যুতের চাহিদা। এরফলে ব্য়াপক চাপ পড়ে পাওয়ার গ্রিডগুলির উপরে এবং ব্ল্য়াকআউটের সম্ভাবনাও বৃদ্ধি পায়। বহু মানুষকেই এই তীব্র গরমেও বাড়ি থেকে বের হতে হয় বলে, হিটস্ট্রোকে তাদের মৃত্যুর সম্ভাবনাও তৈরি হয়। শুধুমাত্র তাপমাত্রাই নয়, বাতাসে আর্দ্রতাও তাপপ্রবাহকে প্রাণঘাতী করে তোলে।