India cuts Sugar Export: গমের পর এবার চিনি, দাম নিয়ন্ত্রণে আনতে রফতানিতে কাটছাঁট চালাল কেন্দ্র

India cuts Sugar Export: ব্রাজিলের পরে ভারতই বিশ্বের সব থেকে বড় চিনির রফতানিকারক দেশ। ভারত থেকেই বিশ্বের বিভিন্ন দেশ চিনি কেনে।

India cuts Sugar Export: গমের পর এবার চিনি, দাম নিয়ন্ত্রণে আনতে রফতানিতে কাটছাঁট চালাল কেন্দ্র
ফাইল চিত্র

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 25, 2022 | 12:18 PM

নয়া দিল্লি: আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল গমের রফতানিতে। এ বার কাটছাঁট চালানো হল চিনির রফতানির উপরেও। বিগত ছয় বছরে এই প্রথমবার চলতি মরশুমের জন্য চিনির রফতানির সীমা বেধে দেওয়া হয়েছে। সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, চলতি মরশুমে ১ কোটি টন চিনি রফতানি করা হবে।  দেশের চিনি মিলের মালিকেরা বিশ্ব বাজারে বিপুল পরিমাণে চিনি রফতানি করার ফলে দেশের বাজারে চিনির যে দাম বৃদ্ধি পেয়েছে, তা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রফতানিকারকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে ১ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে বিদেশে চিনি রফতানি করার আগে কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিতে হবে।