
নয়াদিল্লি: ‘অ্যাকশনে’ নেমে পড়েছে ভারত। যেমন কথা, তেমন কাজ। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেই পাকিস্তানের জন্য জল অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ করে দেওয়ার কথা বলেছিল ভারত। রবিবার তেমনটাই হল। বন্ধ হয়ে গেল পাকিস্তানের দিকে যাওয়া চন্দ্রভাগা অর্থাৎ চেনাব নদী ও বিতস্তা বা ঝিলাম নদীর উপর বন্ধ বসানো বাঁধ।
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, রবিবার জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ ও উত্তর কাশ্মীরে অবস্থিত কিষানগঙ্গা বাঁধ দিয়ে জল যাওয়া রুখে দিয়েছে ভারত। এই দুই বাঁধ হয়েই পাকিস্তানের দিকে বয়ে যেত চন্দ্রভাগা ও বিতস্তা। কিন্তু ভারতের এই সিদ্ধান্তের পর সেখানে যে ‘জলটান’ ধরবে, তা নিয়ে আর কোন সন্দেহ নেই।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে ছিল যে ভারত জলবন্টন চুক্তি স্থগিত করতেই শুকিয়ে গিয়েছে চন্দ্রভাগা। কিন্তু তেমনটা হয়নি। উপগ্রহ চিত্র বলছে, ভারতের চুক্তি স্থগিতের পর একেবারে শুকিয়ে না গেলেও জলটান ধরছে সেখানে।
গত মঙ্গলে পহেলগাঁওয়ে ঘটা সন্ত্রাস হামলা ছন্দ কেটেছে কাশ্মীরের। নতুন করে প্রশ্নের মুখে পড়েছে দুই দেশের সম্পর্ক। ক্রমাগত পাকিস্তানকে কূটনৈতিক চাপে ফেলছে ভারত। ইতিমধ্যেই, জলবন্টন স্থগিত হওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলেছে দুই দেশের সীমান্তে। বাতিল হয়েছে ভারতে আসা পাকিস্তানিদের ভিসা। তাদের ফিরে যেতে হয়েছে নিজ দেশে। এমনকি, শনিবার পাকিস্তানের থেকে আমদানিও স্থগিতের ঘোষণা করে ভারত। যার জেরে আপাতত বড় ক্ষতির মুখে পাক-বাণিজ্য।