Tejas: ভারতের তৈরি তেজস কিনতে পারে আর্জেন্টিনা, মিশর; কথাবার্তা এগিয়েছে অনেকটাই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 15, 2023 | 12:01 AM

Tejas Light Combat Aircraft: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট 'তেজস' (Light Combat Aircraft Tejas) বিক্রি করার বিষয়ে ইতিমধ্যেই মিশর ও আর্জেন্টিনার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারত। মঙ্গলবার এরো ইন্ডিয়া ২০২৩-এ (Aero India 2023) এই কথাই জানালেন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর চেয়ারম্যান সি বি অনন্তকৃষ্ণণ।

Tejas: ভারতের তৈরি তেজস কিনতে পারে আর্জেন্টিনা, মিশর; কথাবার্তা এগিয়েছে অনেকটাই
তেজস (ছবি -PTI)

Follow Us

নয়া দিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে (Defence Sector) দেশকে স্বনির্ভর করতে আগেই উদ্য়োগী হয়েছে কেন্দ্র। মোদী জমানায় প্রতিরক্ষা সামগ্রীর জন্য বিদেশের উপর নির্ভরশীলতা ইতিমধ্য়েই ৩০ শতাংশ কমিয়ে এনেছে ভারত। এবার অন্যান্য দেশগুলিকেও প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করতে পারে ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট ‘তেজস’ (Light Combat Aircraft Tejas) বিক্রি করার বিষয়ে ইতিমধ্যেই মিশর ও আর্জেন্টিনার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারত। মঙ্গলবার এরো ইন্ডিয়া ২০২৩-এ (Aero India 2023) এই কথাই জানালেন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর চেয়ারম্যান সি বি অনন্তকৃষ্ণণ। আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা সামগ্রী রফতানির ক্ষেত্রে এই পদক্ষেপ অনেকটাই গতি আনবে বলে মনে করছেন তিনি।

হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের চেয়ারম্যান আরও জানিয়েছেন, মিশর ২০টি তেজস কিনতে চাইছে। অন্যদিকে আর্জেন্টিনাও ১৫টি তেজস কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘মিশর লোকাল এরোস্পেস ইকোসিস্টেম তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে। আমরা সেক্ষেত্রে তাদের সাহায্য করব। আর্জেন্টিনার বায়ুসেনার তরফে দুটি দল ইতিমধ্যেই হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড ঘুরে গিয়েছে এবং লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট উড়িয়েও দেখেছেন।’ হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের থেকে দুই দেশকেই এমকে-১এ ভ্যারিয়েন্ট বিক্রি করার কথা বলেছে।

উল্লেখ্য, ভারত ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা সামগ্রী বিদেশে রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে ভারতীয় ডিফেন্স ফার্ম কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেমস লিমিটেড একটি বন্ধু রাষ্ট্রে আর্টিলারি বন্দুক সরবরাহের জন্য ১৫৫.৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামগ্রী রফতানির বরাত পেয়েছে। এটিই ছিল ১৫৫ এমএম অস্ত্রের ক্ষেত্রে দেশীয় কোনও সংস্থার পাওয়া প্রথম বরাত। এর পাশাপাশি ফিলিপাইনস ভারত থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে এবং আর্মেনিয়াও ভারত থেকে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার কেনার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের বন্ধু দেশগুলির কাছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির জন্য অনুমোদন দিয়েছিল।

Next Article