India Pakistan Tension: আর কোনও রেয়াত নয়, মিসাইল ছোড়া শুরু করতেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত

India Pakistan Tension: এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।

India Pakistan Tension: আর কোনও রেয়াত নয়, মিসাইল ছোড়া শুরু করতেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারত
Image Credit source: twitter (Indian Army)

May 08, 2025 | 3:33 PM

নয়া দিল্লি: মঙ্গলবার রাতের সামরিক অভিযানের পর দফায় দফায় বৈঠক বসছে ইসলামাবাদে। ভেঙে গিয়েছে পাকিস্তানের কোমর। ইতিমধ্যেই নাকে কান্না শুরু করে দিয়েছে পাকিস্তান। কিন্তু, ভারত স্পষ্ট জানিয়েছিল, পাকিস্তানের কোনও সেনা ছাউনি বা সেনাঘাঁটি লক্ষ্য করে আঘাত করেনি ভারতীয় সেনা। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ভারত এমনভাবে আঘাত করেছে যাতে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করে মেরেছে সেনা। কিন্তু পাকিস্তান নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে। তাই ভারতের প্রত্যাঘাত এবার আরও ভয়ঙ্কর।

এবার সরকারি বিবৃতি দিয়ে জানানো হল, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর আঘাত করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে সেই সিস্টেম।

বৃহস্পতিবার সেই বিবৃতিতে জানানো হয়েছে, ৭ মে অর্থাৎ বুধবার ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করেছে। ড্রোন ও মিসাইলে হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। যদিও ভারতের ডিফেন্স সিস্টেম সেই মিসাইল, ড্রোন ধ্বংস করে ফেলেছে, তবে ভারত আর থেমে থাকছে না। কড়া জবাব দিতে লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত।

নয়া দিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে যে পাকিস্তান যে মাত্রায় আঘাত করছে, সেই একই মাত্রায় জবাব দেবে ভারত।