Ajit Doval: ‘একটা ছবি দেখান…’, সিঁদুর নিয়ে এবার বড় দাবি ডোভালের

Ajit Doval: সিঁদুর প্রত্যাঘাতের সময় এই দেশীয় প্রযুক্তিই যে সাফল্য এনেছে সেই কথাও অনস্বীকার্য। আমরা যে পরিকল্পনা করেছিলাম, তাতে সফল হই। একটা আস্ত অপারেশন হয়ে গেল, সেটাও সীমান্তের আশেপাশে নয়। অন্য একটা দেশের ভিতরে ঢুকে। ২৩ মিনিটে ভারত ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল।'

Ajit Doval: একটা ছবি দেখান..., সিঁদুর নিয়ে এবার বড় দাবি ডোভালের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Jul 11, 2025 | 4:14 PM

নয়াদিল্লি: সিঁদুর নিয়ে বড় দাবি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। শুক্রবার বিদেশি সংবাদমাধ্যমগুলির দিকে তোপ দেগে তিনি বলেন, ‘একটা ছবি দেখান যা প্রমাণ করে সংঘাতপর্বে ভারত ক্ষতিগ্রস্থ হয়েছে।’

আইআইটি মাদ্রাজে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েই এই দাবি করেন তিনি। তাঁর সংযোজন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের দেশীয় প্রযুক্তির আরও বিকাশ প্রয়োজন। কিন্তু সিঁদুর প্রত্যাঘাতের সময় এই দেশীয় প্রযুক্তিই যে সাফল্য এনেছে সেই কথাও অনস্বীকার্য। আমরা যে পরিকল্পনা করেছিলাম, তাতে সফল হই। একটা আস্ত অপারেশন হয়ে গেল, সেটাও সীমান্তের আশেপাশে নয়। অন্য একটা দেশের ভিতরে ঢুকে। ২৩ মিনিটে ভারত ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল।’

এরপরেই সিঁদুর নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির দিকে তোপ দেগে তিনি বলেন, ‘একটি ছবি দেখান যা প্রমাণ করে ভারত এই অপারেশনে ক্ষতিগ্রস্থ হয়েছে। নিউইয়র্ক টাইমস তো অনেক কিছু লিখেছিল। ওরা তো বলছিল, পাকিস্তান এই করেছে, তাই করে্ছে, আমাকে সেটার একটা ছবি দেখান। তা হলেই চলবে।’

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সময় নিউ ইর্য়ক টাইমস ফলাও করে একটি প্রতিবেদন ছাপিয়ে ছিল। যাতে তারা দাবি করে, পাকিস্তান ভারতের একটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এবার সেই দাবিকেই কার্যত নস্যাৎ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সাফ জানিয়ে দিলেন, ‘ভারতের এক টুকরো কাঁচও কোথাও ভেঙেছে দেখাতে পারবে? চারদিকে আজ এত স্যাটেলাইট, এত প্রযুক্তি!’ ডোভাল স্পষ্ট করে দেন, ভারত কোনও টার্গেট মিস করেনি। কোনও ভুল নিশানায় আঘাত করেনি।’