Justin Trudeau: আটকে পড়া অতিথি ট্রুডোকে কানাডায় ফেরাতে বিশেষ বিমানের প্রস্তাব ভারতের, কিন্তু…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 13, 2023 | 7:17 AM

Justin Trudeau: জি-২০ সম্মেলন শেষের পর, রবিবারই কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায়, ভারতেই আরও এক রাত কাটাতে বাধ্য হন তিনি। কানাডার ন্যাশনাল ডিফেন্স সূত্রে খবর, বিমানের যে অংশে ত্রুটি ধরা পড়েছে, তা সারাই করা যাবে না।

Justin Trudeau: আটকে পড়া অতিথি ট্রুডোকে কানাডায় ফেরাতে বিশেষ বিমানের প্রস্তাব ভারতের, কিন্তু...
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। রবিবারই সেই সম্মেলন শেষ হয়ে গিয়েছে, কিন্তু দেশে ফিরতে পারেননি ট্রুডো। গত দুইদিন ধরে তিনি ভারতেই আটকে রয়েছেন। কারণ, তাঁর বিমান বিকল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। কানাডার প্রধানমন্ত্রীকে দেশে ফিরে যাওয়ার জন্য বায়ুসেনার আইএএফ ওয়ান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়।

জি-২০ সম্মেলন শেষের পর, রবিবারই কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। কিন্তু শেষ মুহূর্তে তাঁর বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায়, ভারতেই আরও এক রাত কাটাতে বাধ্য হন তিনি। কানাডার ন্যাশনাল ডিফেন্স সূত্রে খবর, বিমানের যে অংশে ত্রুটি ধরা পড়েছে, তা সারাই করা যাবে না। ওই যন্ত্রাংশ বদলানো ছাড়া উপায় নেই। মঙ্গলবারই জানা যায়, প্রধানমন্ত্রীর জন্য আরও একটি বিশেষ বিমান পাঠানো হচ্ছে ভারতে। এরই মধ্যে ভারতের তরফেও বায়ুসেনার বিমানে করে দেশে ফেরার প্রস্তাব দেওয়া হয়।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের তরফে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে দেশে ফিরে যাওয়ার জন্য বায়ুসেনার বিশেষ বিমান আইএএফ ওয়ান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নিরাপত্তার স্বার্থেই কানাডার তরফে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। অপেক্ষা করা হয় বিকল্প বিমানের। সোমবার রাতেই সেই বিমানের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তা লন্ডনে অবতরণ করানো হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে সেই বিমান এসে পৌঁছলে প্রধানমন্ত্রী ট্রুডো ও অন্যান্য প্রতিনিধিরা সেই বিমানে করে কানাডায় ফিরে যান।

কানাডার সংবাদমাধ্যম সূত্রে খবর, জি-২০ সম্মেলনের পর থেকে হোটেলবন্দিই ছিলেন জাস্টিন ট্রুডো। হোটেলে বসেই তিনি যাবতীয় কাজ করছিলেন।

Next Article