ধর্মীয় আবেগে আঘাত করে ‘অশান্তি’ করছে পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে ইমরান সরকারকে ‘উত্তম-মধ্যম’ শোনাল ভারত

সুমন মহাপাত্র |

Dec 03, 2020 | 4:56 PM

"পাকিস্তান যদি অন্য ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন ও সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে তবেই দক্ষিণ এশিয়া-সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব।"

ধর্মীয় আবেগে আঘাত করে অশান্তি করছে পাকিস্তান! রাষ্ট্রসঙ্ঘে ইমরান সরকারকে উত্তম-মধ্যম শোনাল ভারত
ফাইল চিত্র

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: শিখ সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করে সাংস্কৃতিক শান্তি বিঘ্নিত করছে পাকিস্তান (Pakistan)। এই অভিযোগে রাষ্ট্রসঙ্ঘে ইমরান প্রশাসনকে একহাত নিল ভারত। রাষ্ট্রসঙ্ঘের ৭৫-তম অধিবেশনে ভারতের ‘ফার্স্ট সেক্রেটারি’ আশিষ শর্মা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে গৃহীত শান্তি প্রস্তাবের আবমাননা করার অভিযোগ করেন ।

আশিষ শর্মা জানান, গত মাসেই কর্তারপুর সাহিব গুরুদ্বারার দায়িত্ব শিখ সম্প্রদায়ের হাত থেকে ছিনিয়ে নিয়ে অন্য পরিচালন কমিটির হাতে তুলে দিয়েছে পাক প্রশাসন। যেখানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই। এর মাধ্যমে বিঘ্নিত হয়েছে সাংস্কৃতিক শান্তি। রাষ্ট্রসঙ্ঘে তিনি এ-ও বলেন, “পাকিস্তান যদি অন্য ধর্মের প্রতি ঘৃণা প্রদর্শন ও সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে তবেই দক্ষিণ এশিয়া-সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব।”

আরও পড়ুন: এফডিএর কাছে অনুমোদনের আবেদন করল মডার্না! ইউরোপেও আসতে পারে ‘দ্বিতীয়’ করোনা প্রতিষেধক

কর্তারপুর সাহিব গুরুদ্বারার দায়িত্ব থাকত শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (SGPC) উপর। কিন্তু চলতি বছরের নভেম্বর মাসে সেই দায়িত্ব অন্য পরিচালন কমিটির হাতে তুলে দেয় পাক প্রশাসন। এই পদক্ষেপে সাংস্কৃতিক শান্তি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ ভারতের। ইমরান সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া এসেছে ভারতের বিদেশমন্ত্রক থেকেও। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পাকিস্তানের এই পদক্ষেপ শিখদের ধর্মীয় আবেগে আঘাত করেছে। যা তীব্র নিন্দনীয়। ইতিমধ্যেই পাক হাই কমিশনারকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

Next Article